ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব, তবুও হারল দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম
-6703a434ebe71.jpg)
সাকিব আল হাসান
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সের পরও হেরেছে তার দল। রবিবার (৬ অক্টোবর) ডালাসে টেক্সাসের কাছে ৪ উইকেটে হেরেছে লস অ্যাঞ্জেলস।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রানের পুঁজি পায় লস অ্যাঞ্জেলস। দলীয় ৪৯ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাকিব। টিম ডেভিডকে নিয়ে ৭৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন এই অলরাউন্ডার। ১১ বলে ২০ রান করেন সাকিব। আর ২০ বলে ৫১ রান করেন ডেভিড।
জবাবে মাত্র ৮ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। এতে মূল অবদান জেমস ফুলারের। এক চার ও ৫ ছক্কায় ১০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ১৬ বলে ৩৮ রান করেন ডেভিড মালান। এ ছাড়া নিক কেলির ব্যাট থেকে আসে ১০ বলে ২৬ রান।
লস অ্যাঞ্জেলসের হয়ে ৩ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান খরচায় ২ উইকেট নেন সাকিব। নিক কেলি ছাড়াও ইংলিশ মারকুটে ব্যাটার ডেভিড মালানকে সাজঘরে ফেরান টাইগার অলরাউন্ডার।