×

খেলা

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:৩৭ পিএম

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন মেসবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

এবার মোট ২১টি পদে নির্বাচন হবে। সভাপতি ১ জন, সিনিয়র সভাপতি ১ জন, সহ-সভাপতি ৪ জন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ ১৪ ও ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আর যাচাই-বাছাই ১৬ অক্টোবর। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এ ছাড়া মনোনয়নপত্র নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানি হবে ১৮ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারে ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারও সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার ১৩৩ ভোটের নির্বাচন হবে। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা বাদ পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App