৫০ রানের আগে ৪ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম
-67029de68862f.png)
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জন্য পাওয়ারপ্লেটা স্বস্তির হয়নি। বরুণ চক্রবর্তীর এক ওভার ছাড়া বাকিটা সময়ই হতাশায় কাটিয়েছে টাইগাররা। মেইডেন আদায় করে পাওয়ারপ্লে শেষ করেন অভিষিক্ত মায়াঙ্ক যাদব। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৯ রান।
পরের দুই ওভারে জোড়া উইকেট হারিয়েছে বাংলাদেশ।
আগের ওভার মেইডেন হওয়ায় হয়তো চাপ অনুভব করছিলেন হৃদয়। চাপ মুক্ত হতে বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন তিনি। নিজের স্পেলের প্রথম ওভারে ১৬ রান হজম করা বরুণ এবার উইকেটের মিছিলে যোগ দিলেন।
এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে বোকা বানিয়ে ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন মায়াঙ্ক। ডিপ পয়েন্টে বাউন্ডারি লাইনে রিয়াদের ক্যাচ নেন ওয়াশিংটন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫ রানে করেছে বাংলাদেশ। ক্রিজে থাকা অধিনায়ক শান্ত ১৮ রানে ব্যাট করছেন। তার সঙ্গী জাকের আলী।
এর আগে, দারুণ এক প্লেসিং শটে বাউন্ডারি হাঁকিয়েই ইনিংসের শুরুটা করেছিলেন লিটন দাস। আর্শদীপ সিংয়ের পরের ডেলিভারিতেও বড় শট খেলতে চেয়েছিলেন। তবে এবার শুন্যে তুলে দেন। উইকেটের পাশে দাঁড়িয়েই সহজ ক্যাচ নেন রিংকু সিং। এতে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে ৪ রান করে ফেরেন এই ওপেনার।
এক ওভার পর ফের উইকেটের দেখা পায় ভারত। এবারও সেই আর্শদীপ। তৃতীয় ওভারে অর্শদীপের প্রথম বলে ইনসাইড এজে বোল্ড প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা পারভেজ হোসেন ইমন (৯ বলে ৮ রান)।