×

খেলা

বার্সেলোনাকে ছুঁয়েও স্বস্তি নেই রিয়ালের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

বার্সেলোনাকে ছুঁয়েও স্বস্তি নেই রিয়ালের

রিয়াল মাদ্রিদ, ছবি: রয়টার্স

   

ভালভার্দে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে পরাজিত করে লা লিগায় টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের থেকে ৪ পয়েন্ট এগিয়ে গেছে মাদ্রিদ। এদিন শুরু থেকেই লড়াই করে ভিয়ারিয়াল, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি।

গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিলির কাছে পরাজিত হয় লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু এখন পর্যন্ত স্প্যানিশ লিগে অপরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু এই জয়ের পরও স্বস্তিতে নেই লস ব্লাঙ্কোসরা। কারণ, চোটে পড়ে প্রায় পুরো মৌসুমের জন্য ছিটকে গিয়েছেন ডিফেন্ডার দানি কার্বাহাল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারানোর ম্যাচে একদম শেষ মুহূর্তে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ইনজুরি টাইমে ইয়েরেমি পিনোর কাছ থেকে একটি বল ক্লিয়ার করতে গিয়ে পায়ে আঘাত পান কার্বাহাল। তাৎক্ষণিকভাবে চিকিৎসককে ডাকেন ব্যাথায় কারাতে থাকা এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত অশ্রুসিক্ত নয়নে স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়।

চোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্বাহাল জানিয়েছেন, গুরুতর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি নিশ্চিত হয়েছে, আমাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে এবং কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। আমি পুনর্বাসন শুরু করার দিয়ে তাকিয়ে আছি এবং ফিরে আসার অপেক্ষায় আছি।

কার্বাহালের চোট নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, হাঁটুতে মোটামুটি গুরুতর চোট বলে মনে হচ্ছে। পুরো ড্রেসিংরুম শোকাহত ও চিন্তিত। এটি এমন কিছু যা ক্যালেন্ডারে অনেকবার ঘটে এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের সঙ্গে ঘটেছে।

এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বার্সার পাশে বসেছে রিয়াল। তবে এক ম্যাচ কম খেলেছে কাতালান ক্লাবটি। ফের তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ চিরপ্রতিদ্বন্দ্বীদের। রবিবার (৬ অক্টোবর) আলাভেসের মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App