টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পিএম
-670144d785922.png)
ছবি: সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। দীর্ঘ ১০ বছর পর বিশ্বমঞ্চে জিতেছে টাইগ্রেসরা। এমন জয়ের পর বেশ উচ্ছ্বাসিত বাংলাদেশ এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে। তবে এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি টাইগ্রেসদের।
শনিবার (৫ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক হিদার নাইট। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
আগের ম্যাচ থেকে ইংলিশ পরীক্ষায় একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের বদলে দিলারা আক্তারকে একাদশে নেওয়া হয়েছে। অন্যদিকে চার স্পিনার নিয়ে খেলবে ইংলিশরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবমিলিয়ে তিনবার বাংলাদেশ-ইংল্যান্ডের দেখা হয়েছিল। তিনবারই টাইগ্রেসদের নির্মম পরাজয় হয়। সর্বশেষ ২০১৮ সালে ইংলিশদের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিল বাঘিনীরা। এবার ৬ বছর পর ফের মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানী, সুবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
ইংল্যান্ড একাদশ: মাইয়া বাউচিয়ার, ড্যানি ওয়াট, এলিস ক্যাপসি, ন্যাট সাইভার ব্রান্ট, হিদার নাইট (অধিনায়ক), অ্যামি জোন্স, ড্যানিয়েল গিবসন, চার্লি ডিন, সারাহ গ্লেন, সোফি একলেস্টোন ও লিন্সে স্মিথ।