টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
-66fe6585f2d36.jpg)
ছবি: সংগৃহীত
পর্দা উঠলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের মাটিতেই এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাংলাদেশ থেকে বৈশ্বিক এই টুর্নামেন্টটি সরিয়ে নেয় আইসিসি। তবে বাংলাদেশই আসরটির আয়োজক।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে বিসিবি প্রকাশিত এক ভিডিওবার্তায় অধিনায়ক জ্যোতির ভাষ্য, ‘আমি বলবো পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে আমরা চাই যেন এই বিশ্বকাপটা স্মরণীয় হয়।’
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ একাদশে চমক তাজ নেহার। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হওয়া টপ-অর্ডার এই ব্যাটারের অভিষেক হচ্ছে আজ।
এখন পর্যন্ত পাঁচটি বৈশ্বিক আসরে খেললেও কেবল একটি জয় বাংলাদেশের। ২০১৪ সালে ঘরের মাঠে নিজেদের প্রথম জয় পেয়েছিল টাইগ্রেসরা। এরপর আর কোনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সেই জয়খরা কাটাতে চায় টাইগ্রেসরা।
স্কটল্যান্ডের বিপক্ষে এর আগে ৪ ম্যাচের সব কটিতেই জিতেছে বাংলাদেশ। এই ধারাবাহিকতা জিইয়ে রাখলে ২০১৪ বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ জিতবে টাইগ্রেসরা।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, সাথী রানী, মুর্শিদা খাতুন, রিতু মণি, নাহিদা আক্তার, তাজ নিহার, সুবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান।
স্কটল্যান্ড একাদশ: সাসকিয়া হারলে, সারাহ ব্রাইস (উইকেটরক্ষক), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।