সাব্বিরের ৫ ছক্কার ‘ক্যামিও’, তবু হারল দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম
-66f7a6007a2a6.jpg)
সাব্বির রহমান
অবশেষে রান পেলেন সাব্বির রহমান। জিম আফ্রো টি-১০ লিগেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। দল থেকেও বাদ পড়েছিলেন।
এবার ফের দলে সুযোগ পেয়ে জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে ১২ বলে ৩৪ রানের ‘ক্যামিও’ উপহার দিলেন সাব্বির। তবে তার জ্বলে ওঠার দিনে পরাজয় দেখেছে তার দল। ১২১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেট হাতে রেখে জিতেছে বাংলা টাইগার্স।
এদিন ইনিংসের অষ্টম ওভারে উইকেটে আসেন সাব্বির। দলের স্কোর তখন ৩ উইকেটে ৭৯। এরপর ১২ বলের ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন সাব্বির। এর মধ্যে আফগান অলরাউন্ডার করিম জানাতের শেষ তিন বলে তিন ছক্কা হাঁকান টাইগার এই ব্যাটার। মূলত বাংলা টাইগার্স অধিনায়ক সিকান্দার রাজার ১০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের দুর্দান্ত ইনিংসে সাব্বিরের ইনিংসটি বৃথা গেছে।
এদিকে ম্যাচ হারলেও ৭ ম্যাচে পাঁচ জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাব্বিরের দল। আজ (২৮ সেপ্টেম্বর) বাংলা টাইগার্সের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে তারা।
অন্যদিকে জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার এনামুল হকও এই টুর্নামেন্টে বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সের হয়ে খেলেছেন। রান না পেয়ে তিনিও দল থেকে বাদ পড়েন। তবে তার দল পরের রাউন্ডে যেতে পারেনি। বুলাওয়ের হয়ে ৬ ম্যাচে মোট ৬৯ রান করেছেন বিজয়।