গোলরক্ষকের হাস্যকর ভুলে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ এএম
-66f78dc7ca9e6.png)
ছবি: সংগৃহীত
এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ১-৪ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই হারের পর আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-ভুটানের শেষ ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।
ল্যাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ১-৩ গোল ব্যবধানে পিছিয়ে পড়ে সফরকারীরা। তবে গোলরক্ষকের হাস্যকর এক ভুলে দ্বিতীয় গোলটি উপহার পায় স্বাগতিক দল। বক্সে গোলরক্ষকের উদ্দেশে বল বাড়িয়েছিলেন বাংলাদেশের ডিফেন্ডার। তবে ঠিকমত তা রিসিভ করতে পারেননি গোলরক্ষক মাহিন। পরে পায়ের ফাঁক দিয়ে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ভিয়েতনামের ফরোয়ার্ড।
এর আগে, ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে বাংলাদেশের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন পিয়াস আহমেদ। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা আরেকটি গোল করলে শেষপর্যন্ত ১-৪ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে, সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরে এই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে দুইবার লিড নিলেও শেষমেশ সমতায় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।