এমবাপ্পেকে নিয়ে দুঃসংবাদ দিলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম
-66f50c92eacdf.jpg)
কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে মনের মতোই শুরুটা পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সবশেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল পেয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। তবে এরই মধ্যে চোট পেয়েছেন এমবাপ্পে। ইনজুরিতে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
আলাভেসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে কিছুটা অস্বস্তি বোধ করায় ৮০তম মিনিটে ফরাসি এই সুপারস্টারকে মাঠ থেকে উঠিয়ে নেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের দাবি, এমবাপ্পেকে আগামী অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
এদিকে স্প্যানিশ চ্যাম্পিয়ন মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিভিন্ন পরীক্ষার পর রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস জানিয়েছে এমবাপ্পের কিছুটা ইনজুরি রয়েছে।’
সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ এক গোল করেন এমবাপ্পে। এতে এবারের মৌসুমে লিগে ৭ ম্যাচে তার গোলসংখ্যা পাঁচে দাঁড়িয়েছে। ওই ম্যাচের পর এমবাপ্পের পরিস্থিতি নিয়ে আনচেলত্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সে ভালো আছে। তবে কিছুটা পরিশ্রান্ত। এ কারণে তার অনুরোধেই মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।’
এদিকে ইনজুরির কারণে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিলি সফরে থাকছেন না এমবাপ্পে। ফ্রান্সের হয়ে আগামী অক্টোবরে নেশন্স লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। গ্রীষ্মে পিএসজি থেকে রিয়ালে যোগ দেবার পর এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৯ ম্যাচে ৭ গোল করেছেন এমবাপ্পে।