মিলান থেকে সরে যাচ্ছে ২০২৭ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
-66f3e0c9abaaa.jpg)
ইতালির ঐতিহ্যবাহী স্টেডিয়াম সান সিরো, ছবি: রয়টার্স
২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, নতুন করে তা নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে উয়েফা। এর আগে, গত বছরের মে মাসে ২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু হিসেবে মিলানের সান সিরোর নাম ঘোষণা করেছিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সান সিরোকে বাদ দেওয়ার পর এবার নতুন ভেন্যু ঠিক করার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। উয়েফার নির্বাহী কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উয়েফার বিবৃতিতে বলা হয়, ‘২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সময় সান সিরো স্টেডিয়াম এবং তার আশপাশে সংস্কারকাজ যে চলবে না, সেই নিশ্চয়তা দিতে পারেনি মিলানের পৌরসভা। তাই মিলানকে ফাইনাল আয়োজন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ভেন্যু ঠিক করার প্রক্রিয়া নতুন করে শুরু করা হয়েছে। ২০২৫ সালের মে–জুনে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
সর্বশেষ ২০১৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সান সিরোয় অনুষ্ঠিত হয়েছে। সেবার আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।
এদিকে ২০২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা। সেই বছরের ৩১ মে ফাইনালটি অনুষ্ঠিত হবে। এ ছাড়া গত বছর জুলাইয়ে ২০২৬ ও ২০২৭ সালের ফাইনালের ভেন্যু ঠিক করার প্রক্রিয়া শুরুর পর শুধু বুদাপেস্ট ও মিলানই কাগজপত্র (সাবমিটিং বিডস) জমা দিয়েছিল। তবে সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, ২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজনে যেসব শহর এর আগে আগ্রহ দেখায়নি, উয়েফা এখন তাদের কাছ থেকে দরপত্র আশা করছে।