বোলিংয়ে ব্যর্থতার দিনেও সাকিবের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
-66ee9c5b6e45f.jpg)
সাকিব আল হাসান
পাকিস্তান সিরিজের পর কাউন্টি লিগেও দারুণ বোলিং করেন সাকিব আল হাসান। তবে ভারতের মাটিতে প্রত্যাশা অনুযায়ী, সাকিবের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। উইকেট তো পাচ্ছেন-ই না, উল্টো ওয়ানডে মেজাজে রান বিলাচ্ছেন সাবেক এই অধিনায়ক।
প্রথম ইনিংসে ৮ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট পাননি। উল্টো ৬ দশমিক ২৫ গড়ে ৫০ রান দেন। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে খরচ করেন ৭৯ রান। এবারও সাকিবের ঝুলিতে উইকেট নেই। তবে এমন ব্যর্থতার দিনেও একটি রেকর্ড গড়েন তিনি।
শনিবার (২১ সেপ্টেম্বর) টাইগারদের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়েন সাকিব। এদিন সাকিবের বয়স ৩৭ বছর ১৮০ দিনে দাঁড়িয়েছে।
এতদিন বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ছিলেন অলরাউন্ডার মোহাম্মদ রফিক। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেন তিনি। চট্টগ্রাম টেস্টে তখন তার বয়স ছিল ৩৭ বছর ১৮০ দিন। এবার তাকেও ছাড়িয়ে গেলেন সাকিব।
এদিকে সার্বিকভাবে সবচেয়ে বেশি বয়সে টেস্টে খেলা ক্রিকেটার ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। লম্বা টেস্ট ক্যারিয়ারেরও মালিক এই ইংলিশম্যান। ১৯৩০ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন উইলফ্রেড। তখন তার বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন।