উদ্বোধনী জুটিতে ৫০ পেরিয়ে চা বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
-66ee8837ac5a9.jpg)
সাদমান ইসলাম ও জাকির হাসান
চেন্নাই টেস্টে ভারতের পাহাড়সমান ৫১৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও জাকির হাসানের উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে ফেলেছে লাল-সবুজেরা। ভারতের মাটিতে টেস্টে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি এটি।
চা বিরতির আগপর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৩ ওভারে ৫৬ রান তুলেছে বাংলাদেশ। জাকির ৩২ ও সাদমান ২১ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গিয়েছেন। জয়ের জন্য এখনো ৪৫৯ দরকার বাংলাদেশের। হাতে আছে সবকটি উইকেট।
ভারতের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনেই খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার জাকির ও সাদমান। সাবলীল ব্যাটিংয়ে অনেকটা ওয়ানডে মেজাজে রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। ইতিবাচক ব্যাটিংয়ে বিনা উইকেটে ৫৬ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে বাংলাদেশ। ২১ রানে সাদমান ও ৩২ রানে অপরাজিত জাকির হাসান।
এর আগে, ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সকাল থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন গিল এবং পান্ত। প্রথম ঘণ্টাতেই টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন গিল। অন্যপ্রান্তে পান্তও ফিফটি ছুঁয়ে ফেলেন। ৮৮ বলে হাফ-সেঞ্চুরি করেন উইকেটরক্ষক এই ব্যাটার।
হাফ-সেঞ্চুরি ছোঁয়ার পর আরও হাত খুলে খেলতে শুরু করেন তারা। প্রতি ওভারেই বাউন্ডারি হাঁকাতে থাকেন। এ সময়ে পান্তের সহজ ক্যাচ ছেড়ে দেন অধিনায়ক শান্ত। শেষমেশ শান্তর ক্যাচ মিসের হতাশা নিয়েই মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ।
৮২ রান নিয়ে লাঞ্চে যাওয়া পান্ত দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন। তবে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৭ বলে ১০৯ রানের ইনিংস সাজান পান্ত।
পান্তের বিদায়ের পর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিতে গিলও বেশিক্ষণ সময় নেননি। ১৬১ বলে তিন অঙ্কের মাইলফলকে পৌঁছান তিনি। এটি চলতি বছরে তার তৃতীয় সেঞ্চুরি।
শেষমেশ ৬৪ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঘোষণা করে ভারত। ১০ চার ও ৪ ছক্কায় ১৭৬ বলে ১১৯ রানে গিল এবং ৪ বাউন্ডারিতে ২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রাহুল।
এর আগে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরুর বিপর্যয় সামলে অশ্বিন-জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে ফলো-অন এড়াতে পারেনি বাংলাদেশ। ম্যান ইন ব্লু’দের আগুন ঝরা বোলিংয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় টাইগাররা।