×

খেলা

বড় লিডের পথে শ্রীলঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ এএম

বড় লিডের পথে শ্রীলঙ্কা

গল টেস্ট, ছবি: এএফপি

   

গল টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ২০২ রানে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লঙ্কানদের ৩০৫ রানের জবাবে ৩৪০ রানে থেমেছিল সফরকারী নিউজিল্যান্ড। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২৩৭ রান করেছে।

দ্বিতীয় দিনে ৬ উইকেট হাতে নিয়ে ৫০ রানে পিছিয়ে ছিল কিউইরা। ড্যারিল মিচেল ৪১ ও টম ব্লান্ডেল ১৮ রানে অপরাজিত ছিলেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) তৃতীয় দিনে ব্লান্ডেল ২৫ রানে আউট হলেও টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরি তুলে ফেরেন মিচেল। ৭ চার ও এক ছক্কায় ৫৭ রান করেন তিনি।

দলীয় ২৯১ রানে মিচেল ফেরার পর মারমুখি ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে লিড এনে দেন গ্লেন ফিলিপস। শেষমেশ ৩৪০ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৩৫ রানের লিড পায় কিউইরা। ২ চার ও ৫ ছক্কায় ৪৮ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ফিলিপস।

লঙ্কানদের হয়ে প্রবাথ জয়সুরিয়া চারটি, রমেশ মেন্ডিস তিনটি এবং অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা দুটি উইকেট নেন।

৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১৪৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন ওপেনার দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্ডিমাল। বড় জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের করুনারত্নে ৩৯ ও চান্ডিমাল ২৯তম হাফ-সেঞ্চুরি তুলে থামেন।

৬টি করে বাউন্ডারিতে করুনারত্নে ১২৭ বলে ৮৩ এবং চান্ডিমাল ১৫০ বল খেলে ৬১ রান করেন।

দলীয় ১৫৩ রানেই করুনারত্নে ও চান্ডিমাল ফেরার পর ১৩ রানে বিদায় নেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস।

এরপর ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ডি সিলভা। ম্যাথুজ ও ডি সিলভা ৩৪ রান নিয়ে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের পেসার উইলিয়াম ও’রুর্ক তিনটি উইকেট নেন। এর আগে, প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App