বাংলাদেশের বিপক্ষে যেমন হতে পারে ভারতের একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

ভারত দল, ছবি: আইসিসি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দল দুটি।
তবে এর আগে আলোচনায় বাংলাদেশের বিপক্ষে কেমন হতে পারে ভারতের একাদশ! কদিন আগেই জানানো হয়েছিল, মিডল-অর্ডারে ঋষভ পান্তের সঙ্গী হচ্ছে লোকেশ রাহুল। এরপরও ম্যান ইন ব্লুদের একাদশে কিছু চমক থাকতে পারে।
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রথম টেস্টে বুমরাহ-সিরাজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। রোহিত শর্মা নিজেই জানিয়েছিলেন, ওয়ার্কলোড বিবেচনায় নেওয়ার বিষয়টি।
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম আর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ আছে ভারতের। সবমিলিয়ে আগামী ১৫ সপ্তাহে ১০ টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। তাই রোটেশন পদ্ধতিতে পেসারদের খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মোহাম্মদ সিরাজের না থাকার সম্ভাবনা বেশ জোরালো। তবে সিরাজ না থাকলেও বুমরাহ একাদশে থাকছেন, তা অনেকটাই নিশ্চিত।
দীর্ঘদিনের অভিজ্ঞতা বিবেচনায় কেএল রাহুলকে মিডল-অর্ডারে রাখা হচ্ছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও তাকে বিবেচনায় নিচ্ছে নির্বাচকরা। তাই ভালো খেলেও ধ্রুব জুড়েল আর সরফরাজের সুযোগ থাকছে না। আর দীর্ঘ দেড় বছরের বিরতির পর এই টেস্ট দিয়েই লঙ্গার ভার্সনে ফিরছেন পান্ত।
এর বাইরে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে যশস্বী জয়সাওয়াল; তিন নম্বরে শুভমান গিল ও চার নম্বরে বিরাট কোহলির জায়গা পাকা।
স্পিনারদের স্বর্গ চেন্নাই। তাই চেন্নাইয়ের ঘূর্ণি বিবেচনায় অশ্বিনের সঙ্গে জাদেজাও থাকবেন। তৃতীয় স্পিনারের ভূমিকায় কুলদীপ যাদবকেই দেখা যেতে পারে। বুমরাহর সঙ্গে আকাশ দীপ থাকতে পারেন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, আকাশ দীপ।