রেকর্ড গড়ে প্রত্যাবর্তনের পর যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

লিওনেল মেসি
কোপা আমেরিকার ৪৮তম আসরের শিরোপা জয়ের অভিযানে নেমে চোটে পড়েছিলেন লিওনেল মেসি। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে পাওয়া সেই চোট বেশ ভুগিয়েছে তাকে।
বাঁ-পায়ের অ্যাঙ্কলের এ চোটে দুই মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। সুস্থ হয়ে অবশেষে মাঠে ফিরেছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে মাঠেও নেমেছিলেন, আর ফিরেই জোড়া গোলের দেখা পান আর্জেন্টাইন এই জাদুকর, তার জোড়া গোলে জয় পেয়েছে মায়ামি।
এদিকে ক্যারিয়ারের শেষদিকে এসেও একের পর এক রেকর্ড গড়ছেন মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের পর এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ আর অ্যাসিস্টও ১৫টি। যা কি না, এমএলএস ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড।
রেকর্ডগড়া প্রত্যাবর্তনের পর প্রতিক্রিয়ায় মেসি বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল।’
মেসি আরও বলেন, ‘ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।’ মেসির ফেরা নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘আমি আনন্দিত যে সে ম্যাচটা শেষ করে এসেছে এবং ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে। সে খুব ভালো অনুভব করছে।’