×

খেলা

নেশন্স লিগে ঘুরে দাঁড়িয়েছে ফ্রান্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নেশন্স লিগে ঘুরে দাঁড়িয়েছে ফ্রান্স

ছবি: সংগৃহীত

   

উয়েফা নেশন্স লিগে গতকাল বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। টুর্নামেন্টে এটিই দলটির প্রথম জয়। এর আগে প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। ফরাসিদের হয়ে গতকাল গোল করেছে ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানি ও উসমান দেম্বেলে। বদলি নেমেও ম্যাচে গুরুত্বপূর্ণ কোনো অবদান রাখতে পারেনি তারকা ফরোয়ার্ড কিলিয়ানো এমবাপ্পে। এদিকে অপর এক ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইতালি। টানা দুই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করে আছে দলটি। এদিকে অপর এক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে নরওয়ে। দলটির হয়ে গতকাল গোল করেছেন ম্যানসিটির হয়ে খেলা তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

হার দিয়ে নেশন্স লিগের নতুন আসর শুরুর পরও পরীক্ষা-নিরীক্ষার ধারায় অটল থাকলেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। তবুও জয় পেতে খুব একটা ভাবতে হলো না তাদের। বেলজিয়ামকে অনায়াসেই হারাল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে গতকাল ২-০ গোলে জিতেছে ফ্রান্স। প্রথমার্ধে রান্দাল কোলো মুয়ানি দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান উসমান দেম্বেলে। লিগ ‘এ’র দুই নম্বর গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। আগের ম্যাচে কেবল ১৩ সেকেন্ডে গোল পাওয়া ফ্রান্স এবার নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেয়। সেই সময়ে তাদের বেশ চেপে ধরে বেলজিয়াম। সপ্তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা। কেভিন ডে ব্রুইনের ক্রস একটু বাড়তি লাফানোয় সুযোগ কাজে লাগাতে পারেননি ডোডি লুকেবাকিয়ো। দ্রুত এগিয়ে এসে তার শট ঠেকান ফ্রান্স গোলরক্ষক মাইক মিয়াঁ।

কিলিয়ানো এমবাপ্পে, অঁতোয়ান গ্রিজম্যানদের বেঞ্চে রেখে একাদশ সাজানো ফ্রান্স চতুর্দশ মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে। ডি-বক্সের বাইরে থেকে মাত্তেও গেনদুজির শট সহজেই ফেরান বেলজিয়ান গোলরক্ষক। চার মিনিট পর একইভাবে চেষ্টা করেন বেলজিয়াম ফরোয়ার্ড লুইস ওপেন্ডা। তৎপর মিয়াঁ ঠেকান অনায়াসেই। ২৯তম মিনিটে দেম্বেলের শট ঝাঁপিয়ে ঠেকান বেলজিয়াম গোলরক্ষক। ফিরতি বলে জোরালো শটে জাল খুঁজে নেন মুয়ানি। এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি সুযোগ পান মানু কোনে। ৫৩ ও ৫৫তম মিনিটে রোমার ফরাসি মিডফিল্ডারের দুটি শটই বেরিয়ে যায় ক্রসবারের উপর দিয়ে। এই অর্ধে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। ৫৭তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে পায়ের কারিকুরিতে বেলজিয়ামের তিন খেলোয়াড়কে এড়িয়ে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দেম্বেলে। দেশের হয়ে ৫১ ম্যাচে পিএসজি ফরোয়ার্ডের এটি কেবল ষষ্ঠ গোল। চার্লস ডি কেটেলারে বদলি নামার পর গতি বাড়ে বেলজিয়ামের আক্রমণের। ৭০তম মিনিটে আতালান্তা মিডফিল্ডারের শট ফিরিয়ে দেন মিয়াঁ। কয়েক সেকেন্ড পর ডে ব্রুইনের শটও ফেরান ফরাসি গোলরক্ষক। ৮৫তম মিনিটে বাহলি বার্কোলার শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি বেলজিয়াম গোলরক্ষক। দুই মিনিট পর তিনি ঠেকিয়ে দেন এমবাপ্পের জোরালো শট। দুই ম্যাচে প্রথম জয়ে ফ্রান্সের পয়েন্ট হলো বেলজিয়ামের সমান তিন।

এদিকে টুর্নামেন্টে ‘এ২’ গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সকে হারিয়ে শুভসূচনা করেছিল ইতালি। গতকাল নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির বুদাপেস্টে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে আরো একটি জয় তুলে নিয়েছে তারা। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এ২ গ্রুপে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আজ্জুরিরা। শুক্রবার ফ্রান্সকে হারানো একাদশে কোচ লুসিয়ানো স্পালেত্তি পাঁচ পরিবর্তন এনে ইসরায়েলের বিপক্ষে দল সাজান। তাদের নিয়ে এই ম্যাচে গোল পেতে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্লæজদের। এ সময় ফেদেরিকো ডিমারকোর ক্রস থেকে বল পেয়ে গোল করেন দাভিদে ফ্রাত্তেসি। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান বাড়ান মইস কিন। ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ দেয় ইসরায়েল। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে আসা বলে হেড দিয়ে বাড়ান রাজ শোলমো। সেটা পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মোহামেদ আবু ফানি।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। আগামী মাসে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। অন্যদিকে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়বে ইসরায়েল। এদিকে অন্য এক ম্যাচে গতকাল জিতেছে আর্লিং হালান্ডের নরওয়ে। ৮০ মিনিটে ম্যানচেস্টার সিটি তারকার করা গোলেই অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। এছাড়া গতকাল শিরোনাম হয়েছেন হালান্ডের সালজবুর্গ সতীর্থ বেনইয়ামিন সেসকোও। সেøাভেনিয়ান তারকা হ্যাটট্রিক করেছেন কাজাখাস্তানের বিপক্ষে, সেøাভানরা জিতেছে ৩-০ গোলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App