৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে ডাচদের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পিএম

ছবি: সংগৃহীত
৭ গোলের রোমাঞ্চে উয়েফা নেশন্স লিগে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। শনিবার রাতে আইন্দহোভেনের ফিলিপস স্তাদিয়নে টুর্নামেন্টের ‘এ’ লিগের তৃতীয় গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ডাচরা। জশুয়া জির্কজির গোলে লিড পায় ডাচরা। এরপর একটি করে গোল করেন তিজানি রেইনডার্স, কোডি গাকপো, ভাউট ভেগহোর্স্ট ও জাভি সিমোনস । অন্যদিকে বসনিয়ার হয়ে গোল করেন এমেরদিন দেমিরোভিচ ও এদিন জেকো।
এদিন ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় ডাচরা। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল করেন জশুয়া। তবে ১৪ মিনিট পরই লিড খুইয়ে বসে নেদারল্যান্ডস। ম্যাচের ২৭তম মিনিটে দলকে সমতায় ফেরান এরমেনডিন ডেমিরোভিক।
এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তিজানির গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
বিরতি থেকে ফিরে কোডি গাকফোর গোলে ব্যবধান বাড়ায় ডাচরা। তবে ম্যাচের ৭৩তম মিনিটে বসনিয়ার হয়ে ব্যবধান কমান এডিন ডেকো। এরপর ৮৮তম মিনিটে উইঘোর্স্ট এবং ৯২তম মিনিটে জাভি সিমোনসের গোলে শেষমেশ ৫-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা।