×

খেলা

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

   

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী 'এ' দল। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নামে 'এ' দল হলেও জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই এই সফরে খেলবেন। তাই জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারই স্কোয়াডে আছেন। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই সফরকে সাজানো হয়েছে। 

এই সফরে লঙ্কানদের সঙ্গে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজ দিয়ে এই সফর শুরু হবে। আগামী ৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়াম এবং ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে ৫০ ওভারের ম্যাচ দুটি গড়াবে।

এরপর ১২ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। কলম্বোতেই সবকটি ম্যাচ হবে। প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। সিংহলিজ স্পোর্টস ক্লাবে ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে। এ ছাড়া ১৭ সেপ্টেম্বর থ্রুস্টানে চতুর্থ এবং ১৯ সেপ্টেম্বর কল্টসে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে।

বাংলাদেশ নারী ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App