মাঠ করতে নৌকার প্রয়োজন নেই: ফারুক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৫:০১ পিএম

ছবি: সংগৃহীত
একসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বপ্নের প্রকল্প ছিল পূর্বাচলের স্টেডিয়াম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নৌকার আদলে এটি হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা।
রাজনৈতিক পটপরিবর্তনে বিসিবিতেও পরিবর্তন এসেছে। গত ২৯ আগস্ট শেখ হাসিনা স্টেডিয়াম ‘দ্য বোটে’র দরপত্র বাতিলের কথা জানান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ।
শনিবার (৩১ আগস্ট) পূর্বাচলে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জায়গা দেখতে যান বিসিবিপ্রধান। সেখানে সাংবাদিকদের ফারুক বলেন, ‘এখন আমরা এটাকে যত দ্রুত মাঠের শেপ দিতে পারি, এটা আমাদের একটা প্রায়োরিটি। তার মানে যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল, এটা যুক্ত হবে। আমরা সব ধাপে ধাপে যাব। দুটো মাঠের এখানে অনুমতি ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা প্রদান করতে পারব না। সেজন্য এখানে আমরা প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, এরপর পাশের মাঠটা চেষ্টা করব, আর কী। আপনারা শিগগিরই দেখতে পারবেন মাঠের কাজ শুরু করব।’
এদিকে ঘরের মাঠে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে একটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনা শোনা যাচ্ছে। এ নিয়ে ফারুকের মন্তব্য, বছরখানেক পর বিসিবির নির্বাচন। এর মাধ্যমে আসা নির্বাচিত কমিটিই স্টেডিয়ামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সাবেক প্রধানমন্ত্রীর নামেই স্টেডিয়াম হবে কি না প্রশ্নে তিনি বলেন, ‘এটা ক্রিকেট বোর্ডে... এটা ক্রীড়া মন্ত্রণালয়ে আছে। সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে।’
ফারুক যোগ করেন, ‘এখনও দেখিনি (নকশা), তবে ধারণা পেয়েছি। মাঠ করতে নৌকার বা স্কয়ার শেইপ দরকার নেই। ওভাল শেইপ হলে হয়। আগেই উল্লেখ করেছি, একটা পরামর্শক গ্রুপে বিনিয়োগ হয়েছে। ওইটার ভিত্তিতেই বড় কোন পরিবর্তন না করে, একদিনেই তো সব করা সম্ভব না। প্রথমে মাঠ, ড্রেসিংরুম এভাবে করতে হবে। ওদের প্ল্যান এখনও দেখিনি, সেগুলো দেখে-বুঝে প্রথমেই মাঠ করার চিন্তা আমাদের।’