×

খেলা

সাকিবকে নিয়ে যা বললেন কোচ ফাহিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৩:৫৯ পিএম

সাকিবকে নিয়ে যা বললেন কোচ ফাহিম

ছবি: সংগৃহীত

   

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। শেখ হাসিনার পতনের পর দলটির নেতাকর্মীরা এখন বেশ বিপাকে। তবে পুরো আন্দোলনে একদম নিশ্চুপ ছিলেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়। তার নীরবতায় ক্ষুব্ধ ছিলেন দেশের ক্রিকেট ভক্তরা।

গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব। মামলায় মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্যকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। এমনকি জাতীয় দল থেকে তাকে বাদ দিতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়। মামলার তদন্তের স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে সাকিবকে দেশে ফিরিয়ে আনতেও নোটিশে বলা হয়।

এদিকে সব চাপ সামলে দলকে রাওয়ালপিন্ডি টেস্ট জেতাতে বড় ভূমিকা রাখেন সাবেক এই দলপতি। তবে এখনও নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন সাকিব। ক্রিকেটাররা অবশ্য সাকিবের পাশে দাঁড়িয়েছেন।

অন্যদিকে সতীর্থদের দাবি, ‘সাকিব মানসিকভাবে অনেক’। কোচ নাজমুল আবেদীন ফাহিমও এ বিষয়ে একমত। সাকিবের গুরু হিসেবেই আলাদা পরিচিতি তার। যেকোনো সমস্যায় কোচ ফাহিমের শরণাপন্ন হন টাইগার এই অলরাউন্ডার। গেল সপ্তাহে নতুন করে বিসিবির পরিচালক হিসেবে যোগ দিয়েছেন দেশসেরা এই কোচ ও সংগঠক।

সোমবার (২৬ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে ফাহিমের ভাষ্য, মেন্টালি স্ট্রং বলব না। যেকোনো অ্যাথলেট হোক, যেকোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না; তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। ওভাবেই তারা নিজেদের তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসে। তার ক্ষেত্রেও সেটাই হয়, ওর অন্য কোনো চিন্তা থাকে না। ও শুধু ব্যাটারকে নিয়েই চিন্তা করে।

তিনি যোগ করেন, বল কোথায় করবে, কীভাবে করবে। অন্য কোনো সময় আসতে পারে চিন্তা, তবে বল করার সময় চিন্তা আসে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদের আমরা দেখেছি, বিভিন্ন ঘটনা, সমালোচনা তাদেরকে ন্যাচারাল খেলা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক না।

দেশসেরা এই কোচ মনে করেন, এমন পারফরম্যান্সই তার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। 

ফাহিমের ভাষ্যমতে, সাকিবের বোলিংয়ের মধ্যেই আমরা দেখেছি। আমরা দেখেছি যে সে যখন বাঁ-হাতিদের বিপক্ষে বোলিং করে সে কমফোর্টেবলি সেটা করে না। কিন্তু কালকে সেটা দেখিনি কিন্তু। একটা প্রোপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে, সে সেভাবেই বোলিং করে। বোলিং করার সময় সে নিজের ওপর আস্থা নিয়েই বোলিং করে। ডানহাতি-বাঁহাতি সব ধরনের সিচুয়েশনে।

বিসিবি এই পরিচালক বলেন, যখনই বল তাকে দেওয়া হচ্ছে, উইকেট নেয়ার জন্য সে বোলিং করেছে। অন্যদের সাথেও আলাপ করছে, মিরাজকেও মাঝেমধ্যে পরামর্শ দিচ্ছে। টোটাল ইনভলবমেন্ট ছিল। আমার মনে হয় সে নিজেও উপভোগ করেছে। বোলিং নিয়ে তার মধ্যে অসন্তুষ্টি ছিল। সেটা চলে গেছে। আত্মবিশ্বাস চলে এসেছে। এটা ওর পরবর্তীতে কাজে লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App