পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়
বাংলাদেশ দলকে ড. ইউনূসের অভিনন্দন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:৩৯ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই টেস্টে বাংলাদেশ দল পাকিস্তানকে ১০ উইকেটে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করেছে। এটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এবং টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়।
বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং, এবং ফিল্ডিংয়ে ছিল অসাধারণ। লিটন দাস উইকেটের পেছনে বাবর আজমের ক্যাচ ফেললেও, এই ম্যাচে সফরকারীরা কিছু দুর্দান্ত ক্যাচ ধরে ফিল্ডিংয়ে নিজেদের আধিপত্য প্রমাণ করেছেন।
ম্যাচের মূল ভিত্তি ছিল অভিজ্ঞ মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিং, সাদমান ইসলামের সেঞ্চুরির কাছাকাছি ইনিংস, এবং মুমিনুল হক ও লিটন দাসের পর মেহেদী হাসান মিরাজের গুরুত্বপূর্ণ ফিফটি। দ্বিতীয় ইনিংসে মিরাজ এবং সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একপ্রকার ভেঙে পড়ে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়। ফলে, বাংলাদেশের সামনে ৩০ রানের সহজ লক্ষ্য দাঁড়ায়, যা তুলতে কোনো বেগ পেতে হয়নি সফরকারী টাইগারদের।
আরো পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ জয় পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই অর্জন দেশের ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।