এমন বাংলাদেশই তো চাই: তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৩:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে দেশর কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১২টি জেলা। চলমান বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। এসব জেলায় ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন বিপর্যয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে পুরো দেশের মানুষ। সহায়তা-উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষও কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন সব ছবি এসব দেখে অনেকেই উদ্বুদ্ধ ও আবেগআপ্লুত হচ্ছেন।
এমন কিছু ছবিই ফেসবুকে পোস্ট করে জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল আবেগঘন বার্তা দিয়েছেন।
তামিম লেখেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কি? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই!
এই ওপেনার আরও লেখেন, সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।