দলবদল শেষে দলহীন জামাল ভূঁইয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের দলবদল শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে। শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছাড়া প্রিমিয়ার লিগের সব দলই নিজেদের নিবন্ধিত খেলোয়াড়দের নাম জমা দিয়েছে বাফুফেতে। এখন পর্যন্ত সাতটি দল আসন্ন ঘরোয়া মৌসুমের জন্য নিবন্ধন বা দলবদল শেষ করেছে। আবাহনী লিমিটেড আগেই স্থানীয় খেলোয়াড়দের বড় অংশের নাম জমা দিয়েছিল। তবে বিদেশি খেলোয়াড় নেবে কিনা এখনো জানা যায়নি। মোহামেডান থেকে গতবার শাহরিয়ার ইমন, হাসান মুরাদরা বেরিয়ে যাওয়ার পর তাদের জায়গায় রাফি-রহিম-দীপুদের নিয়ে শক্তি জমাট করেছে। এছাড়া বিদেশি হিসেবে পরীক্ষিত দিয়াবাতে-মুজাফফরভ-টনিরা তো আছেনই। এবারের মৌসুমে কোনো দলই পাননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ায় এ মৌসুমে দল গড়ছে না শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে বৃহস্পতিবার রাতে একেবারে শেষ মুহূর্তে খেলোয়াড় তালিকা বাফুফেতে জমা দিয়েছে চট্টগ্রাম আবাহনী। শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলবদলে অংশ নেয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দলগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। গত মৌসুমেও আবাহনী লিমিটেডের জার্সিতে দেখা গেছে জামাল ভূঁইয়াকে। কিন্তু সামনের মৌসুমের জন্য কোনো ক্লাবই তাকে দলে ভেড়ায়নি। তাই অন্তত শীতকালীন দলবদলের আগে ঘরোয়া ফুটবলে অনুপস্থিতই থাকবেন বাংলাদেশ অধিনায়ক। বৃহস্পতিবার শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুমের দলবদল। শেষ দিকে ব্রাদার্স ইউনিয়ন এসে আগ্রহ দেখিয়েছিল জামালের প্রতি। কিন্তু পারিশ্রমিক নিয়ে সমঝোতায় না আসতে পারায় সেই চুক্তি আর হয়নি।
গত মৌসুমে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে খেলার পর মাঝের সময়ে এসে আবাহনীতে যোগ দেন জামাল। ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের জার্সিতে দেখা যায় তাকে। এর আগের বছরই অবশ্য আবাহনী ক্লাবে নাম লেখান তিনি।
এদিকে জামালের সাবেক দুই ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি নিজেদের প্রত্যাহার করে নেয়া এবারের প্রিমিয়ার লিগ হবে ১০ দলের।
সরকার পরিবর্তনের পর আবাহনী লিমিটেড ক্লাবে হামলা হয়েছিল। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটিতে দুষ্কৃতকারীরা হামলা করে তছনছ করে দেয়। চুরি হয় ট্রফিগুলো। এমন অবস্থায় আকাশি-নীল জার্সিধারীদের দল গড়াই কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ঘরোয়া মৌসুমকে সামনে রেখে ঠিকই দলবদল কিংবা নিবন্ধনের বাকি কাজ সেরেছে দলটি। তবে এই প্রথমবার আবাহনীতে নেই বিদেশি খেলোয়াড়!
আগেই ২১ জন স্থানীয় খেলোয়াড় নিবন্ধন করেছিল আবাহনী। বৃহস্পতিবার বাকি ১১ জনকে দলভুক্ত করা হয়েছে। এর মধ্যে বসুন্ধরা কিংস থেকে এসেছেন মোহাম্মদ ইব্রাহিম, শেখ রাসেলের সুমন রেজা আসাদুল মোল্লা ও মিরাজুলসহ অন্যরা।
স্থানীয় খেলোয়াড়দের মধ্যে শেষ পর্যন্ত নেয়া হয়নি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। যদিও শুরুর দিকে তাকে নেয়া নিশ্চিত করা হয়েছিল। তার নাম নিবন্ধন করা হয়নি।
গতবারের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংসের খেলোয়াড় তালিকায় খুব বেশি হেরফের হয়নি। ৩৪ জনের তালিকায় শুধু বেঞ্চে যারা ছিলেন, তাদের কেউ কেউ দল ছেড়েছেন। এর মধ্যে তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত উল্লেখযোগ্য। তাদের চমক বলতে শেখ জামাল থেকে আসা তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। এছাড়া বিদেশি ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতনের বদলে ফ্রান্সের লিগ টুতে খেলা জারেদ খাসাকে নিয়েছে।
কিংসে ফিরেছেন গতবার আবাহনীতে খেলা ব্রাজিলিয়ান ফের্নান্দেজ। রবিনিয়ো-মিগেলরা তো আছেনই। এই দল নিয়ে অস্কার ব্রুজনের জায়গায় নতুন রোমানিয়ার কোচ তিতা বলেছেন, ‘দলের খেলোয়াড় তালিকা আমি দেখেছি। আগামী সপ্তাহে কিংসে এসে দায়িত্ব নেব। তখন বলতে পারব খেলোয়াড়দের মান কেমন। তবে ঘরোয়া ফুটবলে সবকটি আসরেই আমরা ভালো ফল করতে চাই। আগের সাফল্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।’
ঐতিহ্যবাহী মোহামেডান সাধারণত সাড়ম্বরে দলবদল করে থাকে, সেটা যেই মানের দল করুক না কেন। কিন্তু এবার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শুধু মোহামেডান নয়, অন্য দলগুলোও সাদামাটাভাবে শুধু খেলোয়াড়দের তালিকা বাফুফে ভবনে এসে দিয়ে গেছে। যদিও সাদা-কালো জার্সিধারীদের তালিকা জমা দেয়ার সময় কিছু সমর্থক-কর্মকর্তারাও ছিলেন।
মোহামেডান থেকে গতবার শাহরিয়ার ইমন, হাসান মুরাদরা বেরিয়ে যাওয়ার পর তাদের জায়গায় রাফি-রহিম-দীপুদের নিয়ে শক্তি জমাট করেছে। এছাড়া বিদেশি হিসেবে পরীক্ষিত দিয়াবাতে-মুজাফফরভ-টনিরা তো আছেনই।
তাই মোহামেডানের সফল কোচ আলফাজ আহমেদ আত্মবিশ্বাসী সুরে বলেছেন, ‘গতবার যারা চলে গেছে, তাদের জায়গায় সমান মানের খেলোয়াড় নিয়েছি। দলে কোনো ঘাটতি নেই। বিদেশি খেলোয়াড়ও আগে যারা ছিল, তাদের মধ্যে শুধু দিয়াবাতে-মুজাফফরভরা আছেন। বাকি যারা নতুন, তাদের মানও খারাপ নয়। সবমিলিয়ে ভারসাম্যপূর্ণ দল হয়েছে। গতবারের মতোই শক্তি নিয়ে মাঠে নামব আমরা।’