×

খেলা

বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ ক্রিকেটাররা, যেভাবে নেবেন প্রস্তুতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০১:২৭ পিএম

বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ ক্রিকেটাররা, যেভাবে নেবেন প্রস্তুতি

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশের মাটিতেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি সংযুক্ত আরব আমিরাতে সরে যায়। ফলে দেশের নারী ক্রিকেটারদের স্বভাবতই মন খারাপ। আগামীকাল রাজশাহীতে জাতীয় লিগ শুরু হবে। এই টুর্নামেন্ট দিয়েই মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন, বিসিবির নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার। বৃহস্পতিবার মিরপুরে নারী বিশ্বকাপকে সামনে রেখে মেয়েদের প্রস্তুতি সম্পর্কিত আলোচনায় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাবিবুল বলেন, ‘প্রস্তুতির ক্ষতি খুব একটা হচ্ছে না। আমরা বিশ্বকাপকে ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মেয়েদের ওয়ান টু ওয়ান অনুশীলনের ব্যবস্থা করে দেয়া হয়েছিল। আমাদের স্থানীয় কোচরা ছিলেন। কোচিং স্টাফ চলে এসেছে। এনসিএলটা আমাদের প্রস্তুতির অংশ। তারপর আমরা শ্রীলঙ্কাতে ‘এ’ দল পাঠাব। সেটাও আমাদের প্রস্তুতির অংশ। বিশ্বকাপ না হওয়ায় যেটা হলো, সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা। মেয়েদের অনেকেরই সে স্বপ্ন ছিল। এ জন্য ওরা একটু হতাশ। আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব।’

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ। ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৮ দলের এই টুর্নামেন্ট। এরপর আগামী ৫ সেপ্টেম্বর ‘এ’ দলের মোড়কে জাতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবেন নিগাররা।

রাজশাহীতে জাতীয় লিগ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারে হাবিবুল বলেন, ‘রাজশাহীতে উইকেট ভালো। মেয়েরা যেন ভালো উইকেটে খেলতে পারে, স্পোর্টিং উইকেটে খেলতে পারে, আমরা এটাই চাই। আর এ সময় যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে বৃষ্টিটা একটু কম হয়। দুটি মাঠ পাওয়া যায়। টুর্নামেন্টটা শেষ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এটা যেহেতু আমাদের বিশ্বকাপ প্রস্ততির অংশ। এ জন্যই রাজশাহীতে খেলা দেয়া।’ 

তিনি যোগ করেন, ‘যাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করব, তাদের নিয়েই ‘এ’ দলটা সাজাব’। 

সংবাদ সম্মেলনে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের প্রসঙ্গও এসেছে। এর আগে, ফারুক আহমেদের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে হাবিবুলের। নতুন বোর্ড সভাপতি সম্পর্কে হাবিবুল বলেন, ‘ফারুক ভাইয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তিনি ভেতর-বাহির দুটিই জানেন। ক্রিকেটটা খেলেছেন। নির্বাচক হিসেবে কাজ করেছেন। বোর্ডের সঙ্গেও কাজ করেছেন। পরে অনেক কিছু দেখেছেন। তিনি ভেতর-বাহিরের সবকিছু জানেন। এটা অনেক বড় সুবিধা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App