প্রথম টেস্টে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
ম্যাচ শুরুর প্রায় ৪০ ঘণ্টা আগেই রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন দলে ৪ পেসার, ৬ ব্যাটার ও এক ব্যাটিং অলরাউন্ডারকে রাখা হয়েছে।
এদিকে বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার দেখা যেতে পারে । বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
পেস বান্ধব উইকেটেও সাকিব ও মিরাজের স্পিনেই ভরসা রাখবে বাংলাদেশ। মূলত এই দুজনের ব্যাটিং সামর্থ্য বেশি বিবেচনায় নেবে টিম ম্যানেজমেন্ট। তাই একাদশে তাইজুলের ঠাঁই পাওয়া কঠিন।
অন্যদিকে কুঁচকির চোটে ছিটকে গেছেন ছন্দে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয়। তার বদলে সাদমান ইসলামকে একাদশে দেখা যাবে। জাকিরের সঙ্গে ইনিংস গোড়াপত্তনে তাকেই দেখা যেতে পারে। শান্তর পাশাপাশি মুমিনুল, মুশফিক আর লিটনও একাদশে নিশ্চিত।
ফিটনেসের কারণে প্রথম টেস্ট খেলতে পারবেন না তাসকিন আহমেদ। বাকিদের মধ্য থেকে তিনজন সুযোগ পাবেন। শরিফুল ইসলামের সঙ্গে সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাকে দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।