×

খেলা

রাওয়ালপিন্ডি টেস্টের আগে পাকিস্তান দলে আরেক ধাক্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম

রাওয়ালপিন্ডি টেস্টের আগে পাকিস্তান দলে আরেক ধাক্কা

ছবি: সংগৃহীত

   

রাওয়ালপিন্ডি টেস্টে বিশেষজ্ঞ কোনো স্পিনার নেই পাকিস্তানের স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নেই দুই স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলাম। তবে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের আনঅফিসিয়াল টেস্টে ডাক পেয়েছেন তারা। তাই স্বাভাবিকভাবেই পেস আক্রমণের দিকে জোর দেবে দ্য গ্রিন ম্যানরা। 

এবার সেই নির্ভরতার স্থলেই ধাক্কা খেলো দলটি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল। পুরো সিরিজই মিস করবেন ডানহাতি এই পেসার।

ফিটনেস ফিরে পাওয়ার শর্তে তাকে এই সিরিজে রাখা হয়েছিল। পিঠের ইনজুরির কারণে বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন তিনি। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সুস্থ হলে দলের সঙ্গে যোগ দিতেই তিনি। কিন্তু শেষমেশ তা আর হচ্ছে না। দ্য গ্রিন ম্যান শিবিরকে তাকে ছাড়াই মাঠে নামতে হবে।

এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, তাকে স্কোয়াডে নেওয়া হয়েছিল, তবে ফিটনেসের ওপর নির্ভর করত খেলবে কি না। লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে ফিটনেস নিয়ে কাজ করতে, তাকে পরামর্শ দেওয়া হয়েছে। 

চলতি মৌসুমে কাউন্টি ক্রিকেটে খেলার সময় পিঠের চোটে আক্রান্ত হয়েছিলেন আমির জামাল।

এদিকে স্কোয়াড থেকে জামালকে বাদ দেওয়া হলেও তার বদলি হিসেবে কাউকে নেওয়া হয়নি। এমনকি পরপর তিন ক্রিকেটারকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হলেও নতুন করে কাউকেই দলে ডাকেনি পাকিস্তান।

বর্তমানে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য পাকিস্তানের পেস বিভাগে আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মির হামজা, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ। শেষ পর্যন্ত কোন পেসারকে তারা খেলাবে, সেটি আগামী ২১ আগস্টই জানা যাবে।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ (উইকেটকিপার) ও শাহিন শাহ আফ্রিদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App