×

খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যে গ্রুপে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৬:০০ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যে গ্রুপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

   

আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের সঙ্গে গ্রুপ ‘ডি’তে খেলবে বাংলাদেশ। এ ছাড়া বাছাইপর্ব উতরে আসা আরেকটি দল এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হবে।

২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়াতে বসবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। রবিবার (১৮ আগস্ট) আসন্ন এই আসরে গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে, তা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি।

আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্টে সামোয়া প্রথমবারের মতো খেলবে। সরাসরি বাংলাদেশও খেলবে । সব মিলিয়ে ১২টি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

গ্রুপ ‘এ’তে শক্তিশালী ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে ইংল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড। এ ছাড়া ‘সি’ গ্রুপের ৪ দল হলো- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সামোয়া এবং আফ্রিকা অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে আসা দল।

১৬ দলের এই টুর্নামেন্টে মোট ৪১টি ম্যাচ মাঠে গড়াবে। ২ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। মালয়েশিয়ার চারটি স্টেডিয়ামে পুরো টুর্নামেন্ট আয়োজিত হবে।

শীলাগোরের বাসুসমাস ওভালে ‘এ’ গ্রুপের এবং শিরোপা নির্ধারণী ম্যাচ হবে। উইকেএম ওয়াইএসডি ওভালে হবে বাংলাদেশের ম্যাচগুলো। আসরের প্রথমদিনই মাঠ নামবে বাঘিনীরা। প্রতিপক্ষ এশিয়ার বাছাইপর্ব পেরিয়ে আসা দল।

পয়েন্ট টেবিলের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে যাবে। ‘এ’ ও ‘বি’ থেকে ৬টি এবং ‘সি’ ও ‘ডি’ গ্রুপ থেকে ৬টি দল সুপার সিক্স খেলবে। সুপার সিক্স থেকে দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। এরপর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App