ষষ্ঠ উয়েফা সুপার কাপ জিতলো রিয়াল মাদ্রিদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম

ছবি: সংগৃহীত
উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে সর্বোচ্চ ৬ বার সুপার কাপ জয়ের রেকর্ড নিজেদের করে নিল লস ব্লাঙ্কোসরা।
বুধবার (১৪ আগস্ট) পোল্যান্ডের ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে আতালান্তার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। খবর তাসের।
এদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই ম্যাচেই লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাঠে নামলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে গোল করে নিজের নতুন অধ্যায় রাঙিয়ে রাখলেন এই ফরওয়ার্ড। এদিন এমবাপ্পে ছাড়াও গোল করেন ফেদেরিকো ভালভার্দে।
আরো পড়ুন: বাংলাদেশ সিরিজ থেকে ভারতের নতুন বোলিং কোচ মরকেল
ম্যাচের ৬০ মিনিটে ফেদেরিকো ভালভার্দের হাত ধরে প্রথম গোলটি পায় রিয়াল মাদ্রিদ। এর পর পরই ম্যাচের ৬৮ তম মিনিটে দ্বিতীয় গোল করেন কিলিয়ান এমবাপ্পে।