বাংলাদেশ সিরিজ থেকে ভারতের নতুন বোলিং কোচ মরকেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত
শেষমেশ গৌতম গম্ভীরের কথামতই বোলিং কোচ নিয়োগ দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গম্ভীরের পছন্দ অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিসিআই।
এক প্রতিবেদনে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআইয়ের (ভারতের ক্রিকেট বোর্ড) সেক্রেটারি জয় শাহ মরকেলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করার কথা আছে সাবেক প্রোটিয়া এই তারকার।
সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ দল। এই সিরিজ দিয়েই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে যাত্রা শুরু করবেন মরকেল। চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি।
শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত সবশেষ সিরিজে ব্যক্তিগত কারণে ভারতীয় শিবিরে যোগ দিতে পারেননি প্রোটিয়া এই তারকা। তবে বাংলাদেশ সিরিজ দিয়ে দায়িত্ব নিতে প্রস্তুত আছেন তিনি।
মূলত দেশি কাউকে নিয়োগ দিতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু শেষপর্যন্ত গম্ভীরের চাওয়াই মেনে নিলো বিসিসিআই। এতে পরশ মামব্রের স্থলাভিষিক্ত হচ্ছেন ৩৯ বছর বয়সী মরকেল।
২০০৬ সালে টেস্ট ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরকেলের। ২০১৮ সালে অবসর নেওয়ার আগে প্রোটিয়াদের হয়ে ৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ৩০৯, ওয়ানডেতে ১৮৮ এবং টি-টোয়েন্টিতে ৪৭টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার।