×

খেলা

বাংলাদেশ সিরিজের আগে যে বার্তা পাকিস্তান অধিনায়কের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৬:০৮ পিএম

বাংলাদেশ সিরিজের আগে যে বার্তা পাকিস্তান অধিনায়কের

ছবি: সংগৃহীত

   

ঘরের মাঠে সবশেষ তিনটি টেস্ট সিরিজের একটিতেও জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে এই আক্ষেপ ঘুচাতে চায় দ্য গ্রিন ম্যানরা। অধিনায়ক শান মাসুদের দাবি, হোম সিরিজে খেলার কৌশল এখনও খুঁজে পায়নি তার দল।

তিনি বলেন, ‘আমরা ২০১৯ সাল থেকে ঘরের মাঠে খেলছি, অন্য দলগুলো তো আরও বেশি সময় ধরে ঘরের মাঠে খেলছে। নিজেদের মাঠে আমাদের কৌশল কী হবে, সেটা এখনও আমরা ঠিক করতে পারিনি।’

শান মাসুদ যোগ করেন, ‘একেবারে সত্যি কথা যদি বলি, ঘরের মাঠে যেহেতু ভিন্ন ভিন্ন দলের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে খেলেছি, আমরা এখনও নিজেদের সেরা কৌশল খুঁজে নিতে পারিনি, যে কৌশল আমাদের ব্যাটিং-বোলিং ও আমাদের খেলার ধরনের সঙ্গে যায়। এই কৌশলটা আমাদের খুব দ্রুতই খুঁজে বের করতে হবে। দল হিসেবে জিতব কীভাবে, সেটা জানতে হবে। কোন কন্ডিশনে আমাদের সঙ্গে বেশি মানানসই; কীভাবে শুধু লড়াই করার চিন্তা নয়, প্রতিপক্ষের বিপক্ষে আমরা চালকের আসনে বসতে পারব, সেটা ভাবতে হবে।’

এদিকে এই সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে নিজের অধ্যায় শুরু করবেন জেসন গিলেম্পি। পাক অধিনায়কের দাবি, কিছুটা ঘাটতি থাকলেও দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ।

শান মাসুদ বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দল সব বিভাগেই দারুণ। পেস বোলিং, স্লোয়ার বোলিং, কিংবা বাউন্সি উইকেট, যেখানে পেসাররা সহায়তা পায় বা ধীরগতির উইকেট-সবখানেই। আমাদের আসলে নমনীয় ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমরা কীভাবে, খেলতে চাই তার একটা পরিকল্পনা নিশ্চিতভাবে দ্রুতই পেয়ে যাব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App