ভারতকে ধসিয়ে সিরিজ জয় শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৯:৪৩ পিএম

ছবি: সংগৃহীত
প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ওয়ানডে সিরিজেই ধাক্কা খেলেন গৌতম গম্ভীর। লেজে-গোবরে পারফরম্যান্সে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ১১০ রানের বড় ব্যবধানে হারের পর ২-০ ব্যবধানে সিরিজ হারল টিম ইন্ডিয়া।
বুধবার (৬ আগস্ট) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে ২৬ দশমিক ১ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু এনে দেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ২০ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিদায়ঘণ্টা বাজে তার।
রোহিতের বিদায়ের পর কেউই দল হালের ধরতে পারেননি। একের পর এক উইকেট খুইয়ে খাঁদের কিনারায় চলে যায় সফরকারীরা।
তিনে নেমে বিরাট কোহলি ১৮ বলে ২০, মাঝে রিয়ান পরাগ ১৩ বলে ১৫ রান করেন। বাকিরা আসা-যাওয়ার মিছিলেই ব্যস্ত ছিলেন। শেষপর্যন্ত ১৩৮ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এতে ২-০ ব্যবধানে সিরিজ হারল রোহিত-কোহলিরা।
লঙ্কানদের হয়ে দুনিথ ভেল্লালাগে ফাইফার নেন। এ ছাড়া জেফরে ভ্যান্ডারসে এবং থিকশানা দুটি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং আভিষকা ফার্নান্দোর দায়িত্বশীল ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা। তবে ব্যক্তিগত ফিফটির খুব কাছে গিয়ে দলীয় ৮৯ রানের মাথায় ফেরেন নিসাঙ্কা। ফেরার আগে ৬৫ বলে ৪৫ রানের ইনিংস সাজান এই ওপেনার।
এরপর তিনে নামা কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে দলীয় রানের চাকা সচল রাখেন আভিষকা। দ্রুত ফিফটিও তুলে নেন এই ওপেনার। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন আভিষকা। তবে শেষমেশ তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়নি তার। দলীয় ১৭১ রানের মাথায় ১০২ বলে ৯৬ রানের ইনিংস সাজিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।
এরপর একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন কুশল। অন্যপ্রান্তে কেউই দলীয় হাল ধরতে পারেননি। একে একে ফেরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা (১০), সাদিরা সামারাভিক্রমা (০), জেনিথ লিয়াগে (৮) ও দুনিথ ভাল্লালাগে (২)।
শেষদিকে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ৮২ বলে ৫৯ রানে ফেরেন কুশল। শেষপর্যন্ত কামিন্দু মেন্ডিসের ১৯ বলে ২৩ রানের ক্যামিওতে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা।
ভারতের হয়ে রিয়ান পরাগ তিনটি উইকেট শিকার করেন। এ ছাড়া মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।