×

খেলা

প্যারিস অলিম্পিক

স্বর্ণ জিতে বিয়ের প্রস্তাব ও আংটি পেলেন চীনা তারকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বর্ণ জিতে বিয়ের প্রস্তাব ও আংটি পেলেন চীনা তারকা

ছবি: সংগৃহীত

   

প্যারিস অলিম্পিকে গতকাল ব্যাডমিন্টন থেকে প্রথম স্বর্ণপদক জিতেছে চীন। সেটি এসেছে হুয়াং ইয়া কিয়ংয়ের হাত ধরেই। প্রেমিক ইউচেনও গিয়েছিলেন পদক জিততে। কিন্তু পুরুষদের ডাবলস ব্যাডমিন্টনে তিনি জিততে পারেননি। প্যারিসকে বলা হয় প্রেমের শহর। সেখানে প্রেম-ভালোবাসার আদান-প্রদান হবে না তা কী করে হয়! সেই প্যারিসেই প্রেম নিবেদনের রোমাঞ্চকর দৃশ্য দেখেছে ক্রীড়ানুরাগীনা। ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাবই দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন প্রেমিকা হুয়াং ইয়া কিয়ং।

প্রেমিক পদক জিততে না পারলেও সুনিপুণ কৌশলে প্রোপোজাল দিয়ে প্রেমিকার মন জিতেছেন তিনি। যে কারণে প্রস্তাব পেয়ে রাজি হতে দেরি করেননি হুয়াং ইয়া কিয়ং।

অলিম্পিকের ব্যাডমিন্টন মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে গতকাল রাতে দক্ষিণ কোরিয়ার কিম উন-হো এবং জিয়ং না-এয়ুন জুটিকে মাত্র ৪১ মিনিটে ২১-৮, ২১-১১ গেমে হারিয়ে স্বর্ণ জেতেন চীনের মিশ্র দ্বৈত জুটি হুয়াং ইয়া কিয়ং এবং ঝেং সিওয়েই। প্যারিস অলিম্পিকের ব্যাডমিন্টন ডিসিপ্লিন থেকে চীনের এই জুটি প্রথম স্বর্ণ পদকটি তুলে নেয়ার পরই মধুর দৃশ্যটা মঞ্চস্থ হয়। আর সেই দৃশ্যের রচয়িতা চীনের ব্যাডমিন্টন দলের পুরুষ দ্বৈত জুটির খেলোয়াড় লিউ ইয়ুচেন।

হুয়াং এবং ঝেং পদক বুঝে নিয়ে বিজয় মঞ্চ থেকে নেমে লা চ্যাপেল অ্যারেনায় দর্শকদের সামনে ভিক্টরি ল্যাপ দেন। তখন এক কোণে দাঁড়িয়ে হুয়াংয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন লিউ ইয়ুচেন। তিন বছর আগে টোকিও অলিম্পিকে নিজের ইভেন্টে রুপাজয়ী এই খেলোয়াড় এবার প্যারিসে বিদায় নিয়েছেন গ্রুপ পর্ব থেকেই। তার আরেকটি পরিচয় হুয়াংয়ের প্রেমিক।

ভিক্টরি ল্যাপ শেষে হুয়াং কাছে আসতেই তাকে একটি ফুলের তোড়া উপহার দেন লিউ। হাসতে হাসতে তার চোখে তাকিয়ে হুয়াং সম্ভবত বুঝে ফেলেছিলেন কিছু একটা ঘটতে যাচ্ছে। মুখে লজ্জার আভা ফুটিয়ে হাত দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করেন। লিউও ততক্ষণে হাসিমুখে কিছু একটা বলতে বলতে পকেটে হাত ঢুকিয়ে বের করে আনেন ছোট্ট একটি সাদা বাক্স। হুয়াং তখন ডান হাত দিয়ে মুখ ঢাকার ব্যর্থ চেষ্টায় লজ্জায় যেন আড়ষ্ট!

লিউ তার সামনে হাঁটু মুড়ে বসে পড়েন। বাক্স থেকে আংটি বের করে তুলে ধরেন হুয়াংয়ের সামনে। গ্যালারিতে তখন করতালির বৃষ্টি! হুয়াং হাসতে হাসতে বাঁ হাতটা বাড়িয়ে দেন লিউকে। অনামিকায় আংটি পরিয়ে হুয়াংকে জড়িয়েও ধরেন তিনি।

দোভাষীর সহায়তায় হুয়াং পরে বলেছেন, ‘(বিয়ের) প্রস্তাবটা আমার জন্য চমক। কারণ, আমি গেমের প্রস্তুতি নিচ্ছি। আমি অলিম্পিক চ্যাম্পিয়ন এবং (বিয়ের) প্রস্তাবও পেয়েছি, যেটা আমি আশা করিনি।’

হুয়াং এবং তার সতীর্থ ঝেং কোনো ম্যাচ না হেরেই নিজেদের ইভেন্টে স্বর্ণ জিতেছেন। এই জুটি ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে নিজেদের ইভেন্টে ফাইনালে হেরে রুপা জিতেছিলেন। তখন বিয়ের প্রস্তাব পাওয়া ঝেং মনে করেন, তার সতীর্থের জন্য এবার বিয়ের প্রস্তাব পাওয়া বেশ ভালো অভিজ্ঞতা। কারণ, তিনি প্রস্তাব পেয়েছিলেন ফাইনালে হেরে আর হুয়াং পেলেন ফাইনাল জিতে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ঝেং বলেন, ‘অবশ্যই এটা তার জন্য আরো ভালো অভিজ্ঞতা। সর্বশেষবার এটা ছিল আমার প্রস্তাবের জন্য। কিন্তু এবার আসলে একই সময়ে দ্বিগুণ সৌভাগ্যের ঘটনা ঘটল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App