×

খেলা

প্যারিস অলিম্পিক

গ্যাংস্টার স্টাইলে তুর্কি শুটারের রৌপ্যজয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্যাংস্টার স্টাইলে তুর্কি শুটারের রৌপ্যজয়

ছবি: সংগৃহীত

   

প্যারিস ইউসুফের পঞ্চম অলিম্পিক। এর আগে অংশ নিয়েছেন ২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২০ সালে। তবে অলিম্পিকে এবারই প্রথম পদক জিতলেন তিনি। যদিও ২০১৪ সালে স্ট্যান্ডার্ড পিস্তল ও সেন্টার ফায়ার পিস্তলে ‘ডাবল’ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে এয়ার পিস্তলসহ সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নও তিনি।

ইউসুফ গতকাল প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে জিতেছেন রুপার পদক। এতটা ক্যাজুয়েল স্টাইলে বোধহয় এর আগে কোনো শুটারকে দেখেননি ক্রীড়াপ্রেমীরা। শুটিংয়ের সময় ইউসুফের একটি হাত ছিল পকেটে। ছিল না কোনো বিশেষ সরঞ্জাম। মনে হচ্ছিল- মাত্রই বাসা থেকে একটি পিস্তল নিয়ে বেরিয়ে এসেছেন। এতটাই ক্যাজুয়েল স্টাইলে দেশকে রুপার পদক এনে দিয়েছেন ৫১ বছর বয়সি তুর্কি শুটার। মিক্সড ইভেন্টে তার সঙ্গী ছিলেন সিবাল ইলাইদা তারহান।

প্যারিস অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সিবাল ইলাদা তারহানের সঙ্গে মিশ্র ইভেন্টে রুপা জিতেছেন ইউসুফ দিকেচ। শুটিংয়ে অলিম্পিকে তুরস্কের ইতিহাসেই এটি প্রথম পদক। এরপর ইন্টারনেট ভেঙে পড়েছে তার ‘আউটলুক’ বা বেশভূষায়। সাধারণত শুটিংয়ের এমন ইভেন্টে যেমনটি থাকে কোনো অ্যাথলেটের, ইউসুফ তার ধারেকাছে দিয়েও যাননি।

ফাইনালে তুরস্কের প্রতিপক্ষ ছিল সার্বিয়া। হাড্ডাহাড্ডি ও দীর্ঘ এক লড়াই শেষে শেষ পর্যন্ত স্বর্ণ জিতেছে সার্বিয়াই। তবে দেশটির পুরুষ শুটার দামির মিকেচের একটি ছবি পাশে রাখলেই বোঝা যায়, ইউসুফ কেন ইন্টারনেটে এখন ‘সবচেয়ে বিখ্যাত’। মিকেচের চোখে বিশেষ ধরনের লেন্স, শুটারদের জন্য যা নিয়মিত এক ধরনের ‘গিয়ার’। কানে ইয়া বড় ‘ইয়ারমাফ’ বা শব্দ নিরোধক হেডফোন।

অন্যদিকে ইউসুফের চোখে সাধারণ একটি চশমা। ৫১ বছর বয়সি অ্যাথলেট যেটি সব সময়ই পরেন। কানে ইয়ারমাফ বলতে ছোট এক জোড়া ‘বাড’ বা তুলার মতো গুজে রাখা। ইউসুফের পকেটে বাঁ-হাত। আর ডান হাতে পিস্তল তাক করা। হুট করে মনে হতেই পারে, বিশেষ কোনো মিশনে নেমেছেন। সেটি শেষ করেই ফিরে যাবেন।

প্যারিস অলিম্পিকে গতকাল শুটিং থেকে আরেকটি পদক পেয়েছে ভারত। এবার ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশাল। তার পয়েন্ট ছিল ৪৫১.৪। তাকে ছাপিয়ে ৪৬৩.৬ পয়েন্ট নিয়ে স্বর্ণ জেতেন চীনের লিউ ইউ কুন। এছাড়া ৪৬১.৩ পয়েন্ট নিয়ে রুপা নিশ্চিত করেন সের্হি কুলিশ।

ছোটবেলা থেকেই শুটিংয়ের প্রতি ঝোক কুশালের। ১৪ বছর বয়সে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের স্পোর্টস স্কিমের জন্য নির্বাচিত হন তিনি। এরপর জুনিয়র ক্যাটাগরির এশিয়ান চ্যাম্পিয়নশিপসহ বিশ্বকাপ, এশিয়ান গেমসে স্বর্ণের পদক গলায় ঝুলান ২৮ বছর বয়সি এই শুটার। মাঝখানে পুনেতে ভারতীয় রেলওয়ের হয়ে টিকেট কালেক্টর হিসেবে চাকরি করেন তিনি। সেই চাকরির বেতন জমিয়ে কেনেন নিজের প্রথম রাইফেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App