×

খেলা

ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম

ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে

এমবাপ্পে

   

মাত্র ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হওয়ার পথে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকম জানিয়েছে, ফ্রান্সের দ্বিতীয় স্তরের দল কায়েনকে কিনতে যাচ্ছেন তিনি। 

প্রতিবেদন অনুযায়ী, দুই কোটি ইউরো খরচে দ্বিতীয় স্তরের দল কায়েনকে কিনতে যাচ্ছেন এমবাপ্পে। ক্লাবটির ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক হবেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রি বর্তমানে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক।

সদ্যই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের স্বপ্নের ক্লাবে বরণ পর্বও শেষ তার। আর কিছুদিনের মধ্যে রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে মাঠ মাতাবেন ফরাসি এই তারকা।

২০১৩ সালে মোনাকোর একাডেমিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে । তখন মূলত এমবাপ্পের যোগ দেওয়ার কথা ছিল তারই কিনতে যাওয়া ক্লাব কায়েনে। তার পরিবারও এমনটাই চেয়েছিল। তবে লিগ ওয়ান থেকে দলটি নিচের স্তরে নেমে যাওয়ায় শেষ পর্যন্ত মোনাকোতে যান এমবাপ্পে। 

গত মৌসুমে লিগ-২’তে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল কায়েন। এই ক্লাবে ২০১৩ সালে যোগ দিয়েছিলেন এমবাপ্পের জাতীয় দলের সতীর্থ এনগোলো কান্তে। দুই মৌসুমে খেলেছেন ৭৫টি ম্যাচ। গোল করেছেন ৪টি।

১৯১৩ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবে এমবাপ্পেও খেলতে পারেন। এটা অবশ্য নিখাদ সম্ভাবনা থেকেই বলা। উদাহরণও আছে। ২০১৭ সালে নিজের ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা। এমবাপ্পে সে পথে হাঁটবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছেন ২০২৪ সালে। ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি ফরাসি ফরোয়ার্ডের। টাকার সঠিক অঙ্ক না জানা গেলেও দেশ-বিদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১ দশমিক ৫ কোটি ইউরো মৌসুম প্রতি পাবেন তিনি (বাংলাদেশি ১৯১ কোটি ৩০ লাখ টাকা)। পাশাপাশি ১০ কোটি ইউরো সাইনিং বোনাস পাবেন ৫ বছরে। বাংলাদেশি হিসেবে সেটি ১২৭৫ কোটি ৩১ লাখ টাকা। এরই মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে জমকালো উদযাপনের মাধ্যমে বরণও করা হয়।

ক্লাব কিনলে এস এম কায়েন ক্লাবে এমবাপ্পে খেলতেও পারেন। যদিও নিজের কেনা ক্লাবে খেলবেন কি না, সেটা সময়ই বলে দেবে। নিজের ক্লাবে খেলার উদাহরণও রয়েছে। ২০১৭ সালে নিজের ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা। ফোনিক্স রাইজিং ক্লাবটি যুক্তরাষ্ট্রের ইউএসএল চ্যাম্পিয়নশিপে খেলে।

এস এম কায়েন ক্লাবের সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিল এমবাপ্পের। তার পরিবারের চাওয়াও ছিল সেটা। তবে লিগ ওয়ান থেকে কায়েনের অবনমন হলে আর চুক্তি হয়নি। এরপর মোনাকোতে চলে যান এমবাপ্পে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App