সেমিতে আজ বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১০:১৫ এএম

বাংলাদেশ নারী দল
শ্রীলঙ্কার ডাম্বুলায় আজ শুক্রবার (২৬ জুলাই) নারী এশিয়া কাপের প্রথম সেমি ফাইনাল মাঠে গড়াচ্ছে।
এতে ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। আসরের হট ফেভারিটদের হারিয়ে ফাইয়ানলের টিকিট পেতে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগ্রেসদের সামনে।
বাংলাদেশ সময় আজ দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার ডাম্বুলায় ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। যেখানে মালয়েশিয়া নারী দলকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন টপ অর্ডার ব্যাটাররা।
সেই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়তি অনুপ্রেরণা যোগাবে সেমি ফাইনালে। আজ ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
গত ম্যাচে না খেলা মারুফা আক্তার আজ একাদশে ফিরতে পারেন। এই পেসারকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়তে পারেন সাবিকুন্নাহার জেসমিন।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য) -
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম ও মারুফা আক্তার।