৩ প্রেমিকার গর্ভে তৃতীয়বার বাবা হলেন নেইমার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৪:০৭ পিএম

প্রেমিকা আমান্দা কিম্বার্লির সঙ্গে নেইমার। ছবি: সংগৃহীত
ব্রাজিলের ফুটবল সুপার স্টার নেইমার জুনিয়র তৃতীয়বারের মত বাবা হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দ্বিতীয় কন্যা এবং নিজের তৃতীয় সন্তানের বাবা হওয়ার কথা নিশ্চিত করেন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই তারকার ৩ সন্তানের মা ভিন্ন ৩ জন।
জানা যায়, গত ৩ জুলাই তৃতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন নেইমার। নিজের ইন্সটাগ্রাম পোস্টে ইতোমধ্যে পরিবারে নতুন অতিথি আসার ঘোষণাও দিয়েছেন দুইদিন আগে। মেয়ের নাম রেখেছেন হেলেনা। দ্বিতীয় সন্তান হওয়ার ৯ মাস পর আবারো তৃতীয় সন্তানের পিতা হলেন নেইমার।
নেইমারের এবারের সন্তানর মায়ের নাম আমান্দা কিম্বার্লি। তিনি সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ব্রাজিলিয়ান মডেল। অন্যদিকে নেইমারের দ্বিতীয় সন্তানের মায়ের নাম ব্রুনো বিয়ানকার্ডি। নেইমার ও বিয়ানকার্ডির মেয়ের নাম মাভি। গত বছরের অক্টোবরে তাদের সন্তান পৃথিবীতে আসে। তবে গুঞ্জন ছড়ায়, বিয়ানকার্ডি অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়েই নতুন সম্পর্কে জড়ান নেইমার।
আরো পড়ুন: আর্জেন্টিনার অলিম্পিক শুরু আজ, প্রতিপক্ষ মরক্কো
আল হিলাল তারকার প্রথম সন্তানের নাম দাফি লুকা, তার বয়স এখন ১২। বার্সা ও পিএসজির সাবেক এ তারকা মাত্র ২০ বছর বয়সে প্রথম সন্তানের পিতা হন। তার প্রথম সন্তানের মায়ের নাম ক্যারোলিনা দান্তাস। তিনিও সাবেক ব্রাজিলিয়ান মডেল। নেইমারের চেয়ে বয়সে বড় ক্যারোলিনা বার্সায় যোগ দেয়ার পর ভেঙ্গে যায় তাদের সম্পর্ক।