কান্নাভেজা চোখে মেসির বিদায়

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:২১ এএম

ছবি: সংগৃহীত
লিওনেল মেসির জন্য এটিই শেষ কোপা আমেরিকা। তবে এদিনও ইনজুরির কারণে মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইন মহাতারকাকে।
তাই শেষ ম্যাচেও পুরোটা সময় থাকা হলো না মেসির। ৬৬ মিনিটে বদলি করা হলো তাকে। বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। কান্নাভেজা চোখে মেসি বিদায় জানালেন মাঠকে।
আরো পড়ুন: দেড় ঘণ্টা পর মাঠে গড়াল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল
ম্যাচের ৩৭ মিনিটেই মূলত ইনজুরিতে পড়েন মেসি। আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় লা পুলগার। এরপরেই ব্যাথানাশক দিয়ে সাময়িক চিকিৎসা চললেও দ্বিতীয়ার্ধে আর পারলেন না মেসি। খেললেন ৬৩ মিনিট পর্যন্ত। প্রেসিং করতে গিয়েই পড়ে যান মাঠে। সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠের চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে দিলেন আনহেল ডি মারিয়ার কাছে। সাইডবেঞ্চে বসেই এরপর কান্নায় ভেঙে পড়েছেন মেসি।