হাসপাতাল থেকে যা জানালেন নাফীস ইকবাল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০২:০১ পিএম

নাফীস ইকবাল
বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছেন জাতীয় দলের সাবেক ওপেনার ও বর্তমান লজিস্টিক ম্যানেজার নাফীস ইকবাল। এবার হাসপাতাল থেকেই নিজের শারীরিক অবস্থার সবশেষ খবর জানিয়েছেন তিনি। এ সময়ে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাফীস লিখেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সব প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি...। আলহামদুলিল্লাহ।’
এর আগে, প্রচণ্ড মাথাব্যথা ও দুর্বলতা নিয়ে গত শুক্রবার (৫ জুলাই) চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাফিস ইকবাল। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয় তাকে।
ঢাকার এক বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, বিরল রোগ সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হয়েছেন নাফিস। মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধেছে তার।