পাকিস্তান, দ. আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৬:২০ পিএম

ছবি : সংগৃহীত
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের চূড়ান্ত সূচিও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
একই সঙ্গে হোম ভেন্যুতে ২০২৪-২৫ মৌসুমে নিজেদের আন্তর্জাতিক সিরিজের সূচিও ঘোষণা করেছে পিসিবি। আসন্ন মৌসুমে বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
এদিকে টাইগারদের বিপক্ষে সিরিজ শেষেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দ্য গ্রিন ম্যানরা। ঘরের মাঠ মুলতানে ইংলিশদের বিপক্ষে আগামী ৭ অক্টোবর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। ১৫ অক্টোবর থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। আর রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ টেস্ট হবে ২৪ অক্টোবর থেকে।
এই সিরিজ শেষে আগামী বছরের ১৬ জানুয়ারি করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৪ জানুয়ারি থেকে মুলতানে হবে।
এরপরই ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান। মূলত ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই সিরিজ আয়োজন করছে তারা। প্রায় ২১ বছর পর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিরিজ চলবে।
এসব সিরিজ শেষে ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পরিকল্পনা পাকিস্তানের। আর ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দ্য গ্রিন ম্যানদের এ পরিকল্পনা। সহজ করে বললে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৯টি টেস্ট, ৯টি টি-টোয়েন্টি এবং কমপক্ষে ১৪টি ওয়ানডে খেলবে বাবর আজমরা।
২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তানের সিরিজ :
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ
২১-২৫ আগস্ট ২০২৪ : প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি
৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর ২০২৪ : দ্বিতীয় টেস্ট, করাচি
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ
৭-১১ অক্টোবর ২০২৪ : প্রথম টেস্ট, মুলতান
১৫-১৯ অক্টোবর ২০২৪ : দ্বিতীয় টেস্ট, করাচি
২৪-২৮ অক্টোবর ২০২৪ : তৃতীয় টেস্ট, রাওয়ালপিন্ডি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট
১৬-২০ জানুয়ারি, ২০২৫ : প্রথম টেস্ট, করাচি
২৪-২৮ জানুয়ারি, ২০২৫ : দ্বিতীয় টেস্ট, মুলতান
ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ (পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা)
৮ ফেব্রুয়ারি ২০২৫ : পাকিস্তান-নিউজিল্যান্ড, মুলতান
১০ ফেব্রুয়ারি ২০২৫ : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, মুলতান
১২ ফেব্রুয়ারি ২০২৫ : পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, মুলতান
১৪ ফেব্রুয়ারি ২০২৫ : ফাইনাল, মুলতান
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : ফেব্রুয়ারি ১৯- ৯ মার্চ