×

খেলা

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনে উন্মুখ অস্ট্রেলিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৭:১১ পিএম

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনে উন্মুখ অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

   

ভারত ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে ইচ্ছুক ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি। এক অনলাইন সংবাদ সম্মেলনে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে তৈরি উত্তেজনার বিষয়ে জোর দিয়েছিলেন তিনি। এবার এই দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে ফের আগ্রহ দেখালেন তিনি সিএ প্রধান।

হকলির দাবি, পাকিস্তান ও ভারত ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী দল। তাদের ম্যাচের জন্য অনেক উত্তেজনা থাকে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর ভাষ্যমতে, আমরা দ্বিপক্ষীয় এবং ত্রিদেশীয় সিরিজের জন্য উভয় দলকে সমর্থন করতে প্রস্তুত। পাকিস্তান-ভারত দ্বিপক্ষীয় সিরিজের পুনরুজ্জীবনে ভূমিকা রাখতে পেরে আমরা খুশি হবো।

হকলির এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবং সরকারের অনুমতির দরকার হবে। তবে বোর্ডগুলোর ব্যস্ত সূচির কারণে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে আলোচনা গড়ায়নি। 

হকলির মতে, দুটি বোর্ডকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা হোস্টিংয়ে সহায়তা করবো। অনলাইন এই সংবাদ সম্মেলনে আফগান নারী ক্রিকেটের প্রতি সমর্থনের বিষয়েও জানান অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী।

হকলি বলেন, আমরা সম্পূর্ণ বিশ্বে নারী ও পুরুষদের জন্য ক্রিকেটের বিকাশ এবং উন্নতি দেখতে চাই। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান সংলাপের লক্ষ্য বর্তমান রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ এড়িয়ে আফগানিস্তানে নারী ক্রিকেটের উন্নয়নকে উৎসাহিত করা।

এসময় অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App