বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন বাংলাদেশের রিশাদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৭:২৮ পিএম

ছবি: সংগৃহীত
আটলান্টিকের পশ্চিম পাড়ে বসা নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ মহারণের সমাপ্তি ঘটছে আজ (২৯ জুন)। শিরোপার লড়াইয়ে বার্বাডোজে মাঠে নামবে দুই অপরাজিত দল, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
এদিকে ম্যাচ শেষ হলেই বিশ্বকাপের সেরা একাদশ জানানোর কথা আইসিসির। কিন্তু বিশ্বকাপ ফাইনালের আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের চোখে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে।
অজিদের ওই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। বল হাতে রিশাদ এই বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছে।
তবে অস্ট্রেলিয়ার বেছে নেয়া এই একাদশে অধিনায়কত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া ভারত বা দ. আফ্রিকার দুই অধিনায়কের কেউই নেই। বরং আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে এই একাদশের অধিনায়ক করা হয়েছে। আফগানিস্তান এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায় রশিদের নেতৃত্বেই ।
এ ছাড়া এই অজিদের বিশ্বকাপ একাদশে জায়গা পেয়েছেন তিনজন ভারতীয় ক্রিকেটার । অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন করে ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন একাদশে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেয়া বিশ্বকাপের সেরা একাদশের দুই ওপেনার হিসেবে আছেন ট্রাভিস হেড এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সুপার এইটে থামলেও হেড ব্যাট হাতে ৭ ম্যাচে করেছেন ২৫৫ রান। রোহিত শর্মাও ভারতের হয়ে শেষ কয়েক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন, ৭ ম্যাচে করেছেন ২৪৮ রান।
তৃতীয় ব্যাটার হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। এরপর যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও ভারতের হার্দিক পান্ডিয়া। স্পিনারদের মধ্যে আছেন আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের রিশাদ হোসেন। পেসারদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া, ভারতের জাসপ্রীত বুমরাহ এবং আফগানিস্তানের ফজলহক ফারুকী।
এদিকে বাংলাদেশের জন্য বেশ আশা জাগানো বিষয় হচ্ছে নাবাগত স্পিনার রিশাদ হোসেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি ৭ ম্যাচে ২৫ ওভার বল করে ১৪ উইকেট নিয়েছেন, যা কোনো বাংলাদেশি বোলারের এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
এক নজরে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশ:
ট্রাভিস হেড, রোহিত শর্মা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোনস, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, এনরিখ নর্কিয়া, জাসপ্রীত বুমরাহ এবং ফজলহক ফারুকী।