×

খেলা

টাইগার ব্যাটারদের আটকানোর কৌশল জানালেন কুলদীপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০২:১৯ পিএম

টাইগার ব্যাটারদের আটকানোর কৌশল জানালেন কুলদীপ

ছবি: সংগৃহীত

   

গত রাতে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৫০ রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এদিন ম্যাচে ৩ উইকেট পাওয়া কুলদীপ যাদব সংবাদ সম্মেলনে জানিয়েছেন টাইগার ব্যাটারদের আটকানোর কৌশল। 

কুলদীপ বলেন, ‘আসলে সব ম্যাচকে স্বাভাবিকভাবে নেয়াটা জরুরি ব্যাপার। অবশ্যই আমরা সুপার এইট খেলছি, চাপ আছে অনেক। আমরা কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলব। এ ছাড়া উইকেট স্পিনারদের জন্য ভালো। আমি চার ওভার পেলাম। আমার প্ল্যানে আমি অটল ছিলাম। লেন্থে বল করে পেসে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। দারুণ লেগেছে।’

তিনি বলেন, ‘আসলে আমরা যে প্রান্ত থেকে বল করছিলাম সেখান থেকে কিছুটা কঠিন ছিল বল করাটা। আসলে আমি বাতাস নিয়ে তেমন ভাবিনি। আমি নিজের লেন্থে অটল ছিলাম। ব্যাটারকে পড়ার চেষ্টা করেছিলাম। ব্যাটারদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে চেয়েছিলাম। লাইন লেন্থ ঠিক রেখে বল করে যাচ্ছিলাম। তারা বাতাসকে টার্গেট করেছিল। আমি সে অনুযায়ী কাজ করে গেছি।’

আরো পড়ুন: দুই হারেও যে সমীকরণে সেমির স্বপ্ন দেখছে বাংলাদেশ!

বাংলাদেশের ব্যাটারদের কী ভাবে  সে সম্পর্কে কুলদীপ বলেন, ‘আসলে যখন ব্যাটারদের ১০ রান করার দরকার হয়, তখন তারা আক্রমণ করবে। আমার প্ল্যান ছিল লেন্থে অটল থাকা। তারা অবশ্যই আক্রমণ করতে চাইবে। ভালো লেন্থে বল করতে থাকলে সুযোগ থাকবে ব্যাটারকে আউট করার। যদি সে মিস করে আমি হিট করব।’

আইপিএলে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগছে কী না-এমন প্রশ্নে কুলদীপ বলেন, ‘আইপিএল একদম ভিন্ন। আইপিএলে আপনি কী করবেন আর বিশ্বকাপে কী করবেন, একদম ভিন্ন ব্যাপার। কোটলা ভারতের সবচেয়ে ছোট মাঠ। উইকেট এখানে স্পিনারদের সাহায্য করছে। মাঝে মধ্যে বড় বাউন্ডারি থাকে। নিজেদের পক্ষে থাকলে তো ভালোই লাগে ব্যাপারটা। একই সঙ্গে দুনিয়ার যেকোনো স্পিনারের জন্য লেন্থ অনেক জরুরি ব্যাপার। এই ফরম্যাটে আপনাকে ব্যাটারকে পড়তে হবে। সবসময় অনেক আগ্রাসী থাকতে হবে। এটা আইপিএলে আমাকে সাহায্য করেছে, এখানে বিশ্বকাপেও সাহায্য করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App