অষ্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিল বাংলাদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৮:২৪ এএম

ছবি : সংগৃহীত
শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা সেটা কাজে লাগাতে পারেননি। সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা দ্রুত ফিরেছেন। তবে ব্যতিক্রম ছিলেন তাওহিদ হৃদয়। এই তরুণ ব্যাটার শেষদিকে একাই লড়েছেন। শান্ত-হৃদয়ের ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন শান্ত। তাছাড়া ৪০ রান এসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে।
আরো পড়ুন : শচীন-সৌরভ-দ্রাবিড়দের সতীর্থের রহস্যজনক মৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা
প্রথম ওভারে উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। অবশ্য এবারের বিশ্বকাপে শুরুতেই উইকেট হারানো মোটেও নতুন কিছু নয় বাংলাদেশের। প্রথম ৩ ওভারে এসেছিল ৮ রান। পরের ৫ ওভারে আসে ৪৯ রান, লিটন বলপ্রতি রান না তুললেও নাজমুল খেলছিলেন বেশ ভালোই।
তবে লিটনের উইকেটের পর রানের গতি কমে আসে একেবারেই। ওই সময়ে ৮ ওভারে ওঠে মাত্র ৪৬ রান। শেষ দিকে হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে বাংলাদেশ গেছে ১৪০ রান পর্যন্ত। প্যাট কামিন্স করেছেন হ্যাটট্রিক। লিটন-নাজমুলের ওই ৫৮ রানের জুটি বাদে বাংলাদেশ উইকেট হারিয়েছে নিয়মিত। চারে আনা হয়েছিল রিশাদকে, সে টোটকাও কাজে দেয়নি।
ফ্লাডলাইটের নিচে অ্যান্টিগার উইকেট যে বিশাল স্কোরের, তা নয়। তবে এরপরও বাংলাদেশ যে ‘বিলো-পার’ স্কোরে আটকে গেছে, সেটি বলাই যায়। বোলারদের কাজটিও তাই ম্যাচের মাঝপথে বেশ কঠিনই মনে হওয়ার কথা।