১১৩ রানে প্রোটিয়াদের থামালো বাংলাদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৪, ১০:১৯ পিএম

ছবি: সংগৃহীত
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেভি ওয়েট দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার পেসারদের আগুনে পেসের সামনে মাত্র ২৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ১১৪ রান।
প্রথমবার টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের হারাতে গুরু দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের।
সোমবার (১০ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩ রানেই প্যাভিলিয়নের পথ ধরে চার প্রোটিয়া বোলার। পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেনের ৭৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশর হয়ে তানজিম হাসান সাকিব ৩টি, তাসকিন ২টি ও রিশাদ হোসেন ১টি উইকেট নিয়েছেন।
প্রোটিয়াদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালান কুইন্টন ডি কক। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান রেজা হেনড্রিকস। তার বিদায়ে ১১ রানেই প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।
রেজা হেনড্রিকসের পর সাজঘরে ফিরে যান আরেক ওপেনার কুইন্টন ডি ককও। তাকেও ফেরান তানজিম সাকিব। তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান কুইন্টন ডি কক। আউট হওয়ার আগে করেন ১১ বলে ১৮ রান।
তাসজিদ সাকিবের পর প্রোটিয়া শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে বোল্ড জয়ে সাজঘরে ফিরে যান এইডেন মার্করাম। তার বিদায়ে ২৩ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাসকিনের পর প্রোটিয়া শিবিরে আবারো আঘাত হানেন তানজিম সাকিব। তানজিদ সাকিবের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ট্রিস্টান স্টাবস। রেজা হেনড্রিকস এর মতো তিনিও শূন্য রানেই ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।
২৩ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন দুই প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। এই জুটির কল্যাণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রোটিয়ারা। এই জুটিতে ভর করে ১৭ ওভারে দলীয় শতক পূর্ণ করে প্রোটিয়ারা। বাংলাদেশের জন্য ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন তাসকিন আহমেদ। তানকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা হেনরিখ ক্লাসেন। তার বিদায়ে ভাঙে ৭৯ রানের জুটি।
হেনরিখ ক্লাসেনের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান ডেভিড মিলারও। রিশাদ হোসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে করেন ৩৮ বলে ২৯ রান।
ডেভিড মিলারের বিদায়ের পর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশর হয়ে তানজিম হাসান সাকিব ৩টি, তাসকিন ২টি ও রিশাদ হোসেন ১টি উইকেট নিয়েছেন।