টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৭:৩১ এএম

মুস্তাফিজুর রহমান
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কয়েন ভাগ্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
শুরুর দিলে উইকেট থেকে সাহায্য পাওয়ার আশা শান্তর। শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বলেছেন, নির্দিষ্ট কোনো রানের কথা মাথায় রেখে খেলছেন না তারা।
টস জিতে বোলিং নিয়ে পাওয়ার প্লেতে দুটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তবে বিপরীতে ৫৩ রান করে ফেলেছে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ১৮ বলে ৩৪ ও ধানাঞ্জয়া ডি সিলভা ৫ বলে ৫ রানে খেলছেন।
তৃতীয় ওভারে আক্রমণে এসে ব্রেক থ্রু দেন তাসকিন আহমেদ। জোড়া বাউন্ডারি মেরে তৃতীয় বলে বোল্ড হন কুসাল মেন্ডিস। এক ওভার পর সাকিবের বলে ৪টি চার মারেন নিসাঙ্কা। পাওয়ার প্লের শেষ ওভারে কামিন্দু মেন্ডিসকে ফেরান মুস্তাফিজুর রহমান। পরে বিপজ্জনক নিসাঙ্কাকেও থামালেন মুস্তাফিজ।
দুই দলের আগের ১৬ ম্যাচে বাংলাদেশের জয় ৫টি। বাকি ১১ ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ২০০৭ ও ২০২১ সালে মুখোমুখি হয়েছে তারা। দুইবারই জয়ী লঙ্কানরা। দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে তারা।
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই সাফল্য পেলেন মুস্তাফিজুর রহমান। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি উড়িয়ে মারার চেষ্টায় মিড অফে তানজিম হাসানের হাতে ক্যাচ দিলেন কামিন্দু মেন্ডিস।
৫ বলে ৪ রান করে ফিরলেন কামিন্দু। ৫.১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৪৮ রান। চার নম্বরে নামলেন ধানাঞ্জয়া ডি সিলভা।
তৃতীয় ওভারে আক্রমণে এসে প্রথম দুই বলে বাউন্ডারি হজম করেন তাসকিন আহমেদ। তবে পরের বলেই তিনি ফিরিয়ে দিলেন কুসাল মেন্ডিসকে। ব্যাক অব লেংথ ডেলিভারি স্টাম্পে টেনে আনেন লঙ্কান ওপেনার।
২.৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২১ রান। ৮ বলে ১০ রান করে ফিরলেন কুসাল। তিন নম্বরে নামলেন কামিন্দু মেন্ডিস। ৭ বলে ১১ রানে খেলছেন পাথুম নিসাঙ্কা।
চোট থেকে সেরে উঠে প্রথম ম্যাচ থেকেই খেলছেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়ায় নেই শরিফুল ইসলাম। পেস বিভাগে অন্য দুজন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
স্পিনে সাকিব আল হাসানের সঙ্গে আছেন রিশাদ হোসেন। এছাড়া দলের প্রয়োজনে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারকে বোলিং করতে দেখা যেতে পারে।
দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর অভিযানে একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। মিডল-অর্ডার ব্যাটসম্যান সাদিরা সামাউইক্রামারা জায়গায় তারা দলে নিয়েছে স্পিন অলরাউন্ডার ধানাঞ্জয়া ডি সিলভাকে।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধানাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।