আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় একাদশে চমকের পর চমক

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০১:২৫ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় একাদশে চমকের পর চমক। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে নিউ ইয়র্কের পিচ ব্যাটারদের কাছে যেন বধ্যভূমি। স্লো আর ড্রপ ইন বাউন্সি পিচ, স্লো আউটফিল্ডে ব্যাটাররা মোটেই সুবিধা করতে পারছেন না। স্লো আউটফিল্ডের কারণে স্টোক ব্যাটারা মোটেই সুবিধা করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে অল্প রান চেজ জরতেই দক্ষিণ আফ্রিকার ঘাম ঝেড়েছে। টপ অর্ডারের ব্যাটাররা মোটেই সুবিধা করতে পারেননি।

আইপিএলে চমক দেখানো ট্রিস্টান স্টাবসও খুব একটা সুবিধা করতে পারেননি। ২৮ বলে করেছেন মাত্র ১৩ রান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রতিবেদনটিতে বলা হয়, ভারতকে এ স্লো পিচ আর আউটফিল্ডেই খেলতে হবে মোট ৩ ম্যাচ। আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পর ভারত উড়াল দেবে স্লো পিচের আরেক রাজ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
কিন্তু প্রশ্ন হলো, কি হবে তাহলে ভারতের ওপেনিং কম্বিনেশন?
দলটির কোচ রাহুল দ্রাবিড় অবশ্য জানিয়েছেন, ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হতে পারেন যশস্বী জয়সওয়াল কিংবা বিরাট কোহলি। মিডল অর্ডারের উপর চাপ কমাতে রাহুল ভরসা রাখতে চান দলের সিনিয়র তারকাদের উপর। সুতরাং ধারণা কার যাচ্ছে ওপেনিংয়ে বিরাট-রোহিতের পরে তিন নম্বরে আসতে পারেন সূর্যকুমার যাদব। তিনজনই অবশ্য ডান হাতি ব্যাটার।
ওপেনিংয়ে জয়সওয়াল ঢুকে গেলে পাঁচ, ছয় এবং সাত নম্বরে থাকবেন যথাক্রমে ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। তবে জয়সওয়াল খেললে শিভম দুবেকে বাইরে রাখার মত সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। যশস্বীর সাম্প্রতিক আইপিএল ফর্মে অবশ্য চিন্তার যথেষ্ট কারণ রয়েছে।

এর আগে রোহিত-বিরাটকে একবারই আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং করতে দেখা গেছে। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৫৪ বল খেলে দুজন তুলেছিলে ৯৪ রান।
এই মুহূর্তে ভারত টিমের ভারসাম্য নির্ভর করছে ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেলকে তার কিভাবে ব্যবহার করে তার উপর। কিন্তু বিপদের কথা হলো উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থের সাম্প্রতিক ফর্ম।
টি-টোয়েন্টিতে চার বা পাঁচ নম্বর পজিশনে নেমে তার রেকর্ড খুব একটা ভালো নয়। আইপিএলে তাকে ধুকতে দেখা দেছে স্পিন অ্যাটাকের বিরুদ্ধে। সুতরাং দলে মিডল অর্ডারে পরিবর্তন এনে তাকে ৩ নম্বরে খেলানো হতে পারে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য ৩ নম্বরে নেমে দুর্দান্ত অর্ধশতক পেয়েছেন পন্থ।
পন্থ তিনে খেললে চার নম্বরে আসতে পারে সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যে সেক্ষেত্রে হার্দিক, শিভম দুবে এবং জাদেজার মধ্যে প্রথম একাদশে থাকার লড়াই হবে হাড্ডাহাড্ডি। কন্ডিশন এবং পিচের চরিত্র বুঝে সেক্ষেত্রে একজনকে বাছাই করা হতে পারে।
অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসনের মধ্যে একজন জায়গা পাবেন প্ৰথম একাদশে সেটি একরকম নিশ্চিত। সঞ্জুকে পরিস্থিতি অনুযায়ী ৩ থেকে ৫ এ ব্যবহার করা হতে পারে। অক্ষর খেললে তার পজিশন হতে পারে লোয়ার অর্ডার ব্যাটিং। স্পিনারদের মধ্যে হতে পারে ৮ নম্বরে।

ভারতের বোলিং বিভাগ বুমরা এবং কুলদীপ যাদবকে কেন্দ্র করেই আবর্তিত হতে পারে। দ্বিতীয় পেসার হিসাবে সিরাজকে টেক্কা দিতে পারেন অর্শদীপ সিং। স্পিনারদের সঙ্গে শিভম দুবে এবং হার্দিক পান্ডিয়ার ওভার ভাগাভাগি করে নেয়া একরকম নিশ্চিত ।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/সঞ্জু স্যামসন, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং।