×

খেলা

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে হৃদয়ের উন্নতি, পিছিয়েছেন লিটন-শান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৫:২১ পিএম

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে হৃদয়ের উন্নতি, পিছিয়েছেন লিটন-শান্ত

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়ের। ছবি: সংগৃহীত

   

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। তবে আইসিসি সহযোগী দল যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে টাইগাররা। ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন একমাত্র তাওহীদ হৃদয়। এটির প্রভাব পড়েছে তার ব্যক্তিগত র‌্যাংকিংয়েও। অপরদিকে বাজে পারফরম্যান্সের কারণে অবনতি হয়েছে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর।

বুধবার এ নিয়ে র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে আইসিসি। 

আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন হৃদয়। ক্যারিয়ার সেরা ৪৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ৬০ নম্বরে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে ৫৮ রানের দারুণ ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে ২৫ রান করেন তিনি। একই সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানের পর দ্বিতীয় ম্যাচে নামেননি তানজিদ হাসান। তবে শেষ ম্যাচে ফিফটি ছাড়ানো ইনিংসে ৩৪ ধাপ এগিয়ে একশোর ভেতরে ঢুকেছেন তিনি।

সিরিজজুড়ে বাজে পারফরম্যান্সে ৫ ধাপ পিছিয়েছেন লিটন দাস। ৪০তম অবস্থানে থাকা এই ব্যাটারই আছেন দেশের হয়ে শীর্ষে। একই কারণে পিছিয়েছেন নাজমুল হাসান শান্ত। ৪ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ৪৪তম। এছাড়া ৩ ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ পিছিয়েছেন দুই ধাপ।  

তবে সিরিজে বল হাতে ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান। ৩ ম্যাচে ১০ উইকেট নেয়ার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরাও। এছাড়া শেষ ম্যাচে ১০ রানের বিনিময়ে নেন ৬ উইকেট। দুই ধাপ এগিয়েছেন এই পেসার। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে ২৩ নম্বরে রয়েছেন তিনি। একই সিরিজে বল হাতে ভালো পারফম্যান্স করেছেন রিশাদ হোসেনও। ৩ ম্যাচে ৪.৪০ ইকোনোমিতে তিনি তুলে নেনে ৪ উইকেট। যে কারণে ৩৮ ধাপ এগিয়ে তার অবস্থান ৫২ তে।

এ তালিকায় ৫ ধাপ পিছিয়েছেন তাসকিন আহমেদ। এক ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান। অবনতি হয়েছে শরিফুল ইসলাম ও মেহেদি হাসানেরও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App