
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৩:০৩ পিএম
আরো পড়ুন
করোনা নেগেটিভ সৌরভ গাঙ্গুলী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৪:৩৯ পিএম
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর করোনা টেস্টের ফলাফলে নেগেটিভ এসেছে। প্রাণঘাতী এই ভাইরাস সাবেক খ্যাতিমান এই অধিনায়কের বাড়িতে হানা দিয়েছিল। সৌরভের বড় ভাই স্নেহাশিস করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে বড় ভাইয়ের করোনা ধরা পড়ায় সৌরভ এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। স্নেহাশিসের রিপোর্ট পজিটিভ আসার পর নিয়মানুযায়ী সৌরভ তাঁর বেহালার বাড়িতে কোয়ারেন্টিনে চলে যান। সৌরভের মধ্যে কোনো উপসর্গ দেখা না গেলেও ঝুঁকি না নিয়ে তিনি করোনা পরীক্ষা করান। সেই রিপোর্ট নেগেটিভ আসায় এখন গাঙ্গুলী পরিবারে স্বস্তির সুবাতাস।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর করোনা টেস্টের ফলাফলে নেগেটিভ এসেছে। প্রাণঘাতী এই ভাইরাস সাবেক খ্যাতিমান এই অধিনায়কের বাড়িতে হানা দিয়েছিল। সৌরভের বড় ভাই স্নেহাশিস করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে বড় ভাইয়ের করোনা ধরা পড়ায় সৌরভ এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। স্নেহাশিসের রিপোর্ট পজিটিভ আসার পর নিয়মানুযায়ী সৌরভ তাঁর বেহালার বাড়িতে কোয়ারেন্টিনে চলে যান। সৌরভের মধ্যে কোনো উপসর্গ দেখা না গেলেও ঝুঁকি না নিয়ে তিনি করোনা পরীক্ষা করান। সেই রিপোর্ট নেগেটিভ আসায় এখন গাঙ্গুলী পরিবারে স্বস্তির সুবাতাস।