রিয়াল বেটিসকে আটকে দিলো গ্রানাডা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২০, ১২:১৭ পিএম

রিয়াল বেটিস ও গ্রানাডার খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াই
স্প্যানিশ লা লিগায় শ্বাসরুদ্ধকর এক ম্যাচে রিয়াল বেটিসকে তাদের ঘরের মাঠে ২-২ গোলে আটকে দিয়েছে গ্রানাডা। ম্যাচটিতে রিয়াল বেটিসের হয়ে গোল করেছেন সার্জিও ক্যানালেস ও ক্রিশ্চিয়ান টেলো। অপরদিকে গ্রানাডার হয়ে গোল করেছেন কার্লোস ফার্নান্দেজ ও রবার্তো সোলদাদো।
ম্যাচটিতে প্রথমার্ধের ২৯ মিনিটের সময় প্রথম গোল করে দলকে এগিয়ে নেন গ্রানাডার কার্লোস ফার্নান্দেজ। ম্যাচের প্রথমার্ধের বাকি সময়টা এই ব্যবধান ধরে রাখতে সমর্থ হয় গ্রানাডা। তবে প্রথমার্ধে গ্রানাডার চেয়ে বল দখল ও আক্রমনের দিক দিয়ে এগিয়ে ছিল রিয়াল বেটিসই। কিন্তু গ্রানাডার গোলরক্ষক রুই সিলভার পারদর্শিতায় অন্তত ২টি গোল হজম করা থেকে বেঁচে যায় তারা।
তবে অবশেষে ৮৫ মিনিটের সময় পেনাল্টি শট থেকে গোল করে রিয়াল বেটিসকে সমতা এনে দেন সার্জিও ক্যানালেস। এরপর তিন মিনিট পার না হতেই ৮৮ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ান টেল্লো গোল করে রিয়াল বেটিসকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন। শেষ মূহুর্তে দুই দুইটি গোল হজম করে গোল করার জন্য উন্মুখ হয়ে উঠে গ্রানাডা। আর এ কারণে তাদেরও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যাচের ৯১ মিনিটে রবার্তোর গোলে তারা ২-২ গোলের সমতা পেয়ে যায়। আর শেষ পর্যন্ত দুই দলের কেউ আর গোল করতে না পারায় ড্রতেই শেষ হয় ম্যাচ।