সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৩:০১ পিএম

টস করছেন দুই দলের অধিনায়ক।
পাকিস্তানের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের আজ সিরিজ নির্ধারণী ম্যাচ সফরকারী বাংলাদেশের। শনিবার (২৫ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুপুর আড়াইটার দিকে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এর আগে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই ব্যাটিংএ নেমে ব্যাটিং ব্যর্থতায় পাঁচ উইকেটে পাকিস্তানের কাছে পরাজয় হয় বাংলাদেশের। তাই আজকের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য পরিণত হয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই সফরকারী বাংলাদেশের।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট হারিয়ে ১৪১ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাবে তিন বল বাকি থাকতেই পাঁচ উইকেট হাতে রেখে জয়ের সিমানা পার করে পাকিস্থান।